হোম > খেলা > ক্রিকেট

হঠাৎ সোফায় কেন ঘুষি মারলেন কোহলি 

২০২৩ বিশ্বকাপটা বিরাট কোহলির কাছে কাটছে অসাধারণ। এরই মধ্যে করে ফেলেছেন ১ সেঞ্চুরি ও ২ ফিফটি। ছন্দে থাকা কোহলিকে আজ লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। কারণ কোহলি তো কোহলি। রানের জন্য যে তাঁর তীব্র ক্ষুধা।

ইংল্যান্ডের বিপক্ষে আজ বরাবরের মতো তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন কোহলি। শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে থাকা ভারতীয় ব্যাটার আউট হয়ে গেছেন দ্রুতই। সপ্তম ওভারের পঞ্চম বলে ডেভিড উইলিকে তুলে মারতে যান কোহলি। হাওয়ায় ভেসে যাওয়া বল মিড অফে সহজে তালুবন্দী করেছেন বেন স্টোকস। ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি কোহলি, যা ভারতীয় এই ব্যাটারের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ডাক। ডাক মারার পর ড্রেসিংরুমের সোফায় সজোরে ঘুষি মেরেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটারের ঘুষি মারার দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। 

অবশ্য প্রথম ৫ ম্যাচে কোহলির ৩টা সেঞ্চুরি হতেই পারত। যেখানে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রান করে তিনি আউট হয়েছেন। আর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন ৯৫ রান করে। ৬ ম্যাচে কোহলি এখন পর্যন্ত করেছেন ৩৫৪ রান। গড় ও স্ট্রাইক রেট দুটোই ৮৮.৫০। কোহলির রান না করার দিনে এই মুহূর্তে ভালো অবস্থানে রয়েছে ভারত। ভারতের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে ২৮ ওভারে ৬ উইকেটে ৯৮ রান করেছে ইংলিশরা।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ