হোম > খেলা > ক্রিকেট

আইপিএলের বাকি অংশ শুরু ১৯ সেপ্টেম্বর 

স্থগিতের পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের বাকি অংশ আয়োজনের সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সেই চেষ্টা এবার আলোর মুখ দেখেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোববার এক বিবৃতিতে আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ২৭ দিনের সূচিতে ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর। এই ২৭ দিনে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শেখ জায়েদ স্টেডিয়াম ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে ৩১টি ম্যাচ। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচে ২০ সেপ্টেম্বর আবুধাবিতে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮ অক্টোবর হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

প্রথম কোয়ালিফায়ার ১০ অক্টোবর। এলিমিনেটর ১১ অক্টোবর। ১৩ অক্টোবর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর আগামী ১৫ অক্টোবর হবে ফাইনাল। ফাইনালের ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আগের মতোই দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। একই দিনে রাত ৮টায় শুরু হবে আরেক ম্যাচ।

দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি ১৩ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে দুবাই। শারজায় হবে ১০টি এবং আবুধাবিতে হবে ৮টি ম্যাচ। এর আগে আইপিএলের প্রথম পর্বে ২৯টি ম্যাচ হয়েছিল। পরে আইপিএলের জৈব সুরক্ষাবলয়ে করোনা হানা দিলে বাধ্য হয়ে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু