হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ভারতের বিপক্ষে কোন একাদশ নিয়ে খেলবে, সেটি ১৯ ঘণ্টা আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে খেলা একই একাদশ নিয়েই মাঠে নামছে তারা।

পেস বোলিং আক্রমণে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ আছেন। লেগ স্পিনার শাদাব খানের ও বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের সঙ্গে ঘূর্ণি জাদু দেখাতে সালমান আলি আগা ও পার্ট-টাইম বোলার ইফতিখার আহমেদ রয়েছেন পাকিস্তান দলে। 

ভারতও তিন পেসার, দুই স্পিনার ও এক পেস বোলিং অলরাউন্ডার নিয়ে একাদশ গড়েছে। পেস বোলিং আক্রমণে আছেন মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ ও শার্দুল ঠাকুর। স্পিন আক্রমণে অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা ও চায়নাম্যানখ্যাত কুলদিপ যাদব আছেন একাদশে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া।

পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। 

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ