হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজকে অন্যভাবে বরণ করল দিল্লি

একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বাংলাদেশ বাঁহাতি পেসার এবার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। নিলামে দিল্লির হয়ে সুযোগ পেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন মোস্তাফিজ। 

নতুন দলের সঙ্গে নতুন অভিজ্ঞতা সঙ্গী করে যুক্ত হতে উন্মুখ হয়ে আছেন মোস্তাফিজ। নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাফল্যে রাঙাতে চান আইপিএলের আগামী মৌসুম। মোস্তাফিজকে বরণ করে নিতে তর সইছে না দিল্লিরও। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা লিখেছে, ‘দিল্লির প্রথম বাংলাদেশি ক্রিকেটার, নতুন উদ্যমে আসছে। তার জন্য তর সইছে না।’ 

তবে বিপত্তি বাঁধে অন্য জায়গায়! এবারই প্রথম দিল্লির হয়ে খেলবেন মোস্তাফিজ। স্বাভাবিকভাবে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে তাঁর কোনো ছবি থাকার কথা নয়। মোস্তাফিজের আগের কোনো ছবিতে নিজেদের জার্সি বসিয়ে পোস্ট করেছে তারা। এ ঘটনা মনে করিয়ে দিয়েছে সাকিব আল হাসানকে। গত নভেম্বরে পাকিস্তান সিরিজের সময় সাকিবের একটি ছবিতে তাঁর ‘মাথা কেটে’ পেসার শহীদুল ইসলামকে বসিয়ে সেটা পোস্ট করা হয় বিসিবির অফিশিয়াল পেজ থেকে। 

যেটা নিয়ে তখন চরম সমালোচনার মুখে পড়েছিল বিসিবি। শেষ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল