হোম > খেলা > ক্রিকেট

সৌরভের রহস্যময় টুইট, ক্রিকেট ছাড়ার আভাস

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভের রহস্যময় টুইট বার্তায় ক্রিকেটের সঙ্গে তাঁর পাট চুকানোর আভাস আছে। ভারতীয় গণমাধ্যম অবশ্য জানাচ্ছে, জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন সৌরভ।

১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভের। এরপর খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও ছিলেন ক্রিকেটের সঙ্গেই। সংগঠক হিসেবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন ২০১৯ সালে। সবমিলিয়ে ৩০ বছরের পথচলা।

টুইটে এসব কথা মনে করিয়ে দিয়ে সৌরভ লিখেছেন, ‘১৯৯২ সালে ক্রিকেটের যাত্রা শুরু করার পর ২০২২ সালে ৩০ বছর পূর্ণ হয়েছে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব চেয়ে গুরুত্বপূর্ণ, ক্রিকেট আমাকে আপনাদের সমর্থন দিয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার এই যাত্রার অংশ ছিলেন।'

ক্রিকেট ছেড়ে এবার অন্য কিছু ভাবছেন সৌরভ। তবে তা পরিষ্কার করেননি। জীবনের নতুন অধ্যায় শুরুর পরিকল্পনাতেও সাবেক ভারতীয় অধিনায়ক সেই সমর্থকদের সমর্থন চেয়েছেন, ‘আজ আমি যেখানে পৌঁছেছি, সেটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করেছি যা অনেক মানুষের উপকারে আসবে। আশা করি জীবনের নতুন অধ্যায়ে আপনাদের সমর্থন পাব।’

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন