ঢাকা: মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হয়েছে ম্যাচটি।
বাংলাদেশ একাদশে পেসার আছেন দুজন। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন পেসবোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনও। একাদশে জায়গা হয়নি সৌম্য সরকারের। এই ম্যাচে তিনে ব্যাটিং করার কথা চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসানের।
আজ সকালে খবর আসে, দুই শ্রীলঙ্কান ক্রিকেটার ও এক কোচ করোনা আক্রান্ত হয়েছেন। পরে আবার পরীক্ষা করা হলে এক ক্রিকেটার বাদে বাকিদের ফল নেগেটিভ এসেছে। আপাতত তাই সিরিজ নিয়ে শঙ্কার মেঘটা কেটে গেছে।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।