হোম > খেলা > ক্রিকেট

টি-২০ লিগ খেলার সময় পরিবারকে ভুলে থাকা যায়, টেস্ট খেলতে নামলে মনে পড়ে কেন?

পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর হওয়ায় ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট এমনিতেই খেলার কথা ছিল না কুইন্টন ডি ককের। তবে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট হারের পর আচমকা এই সংস্করণকে বিদায় বলে দেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক-ব্যাটার। অথচ মাত্র ২৯ বছর বয়সেই টেস্ট থেকে অবসর নেবেন—এমন কোনো আভাস ছিল না।

অবসরের কারণ জানাতে গিয়ে ডি কক পরিবারকে বেশি সময় দেওয়ার কথা বলেছেন। প্রোটিয়া ক্রিকেটারের এমন ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান বাট। পাকিস্তানের সাবেক অধিনায়ক ডি ককের অবসরকে নাটক হিসেবে দেখছেন।

নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেছেন, ‘দেড় বছর ধরে লক্ষ্য করছি ডি কক অদ্ভুত ক্রিকেট খেলছে। সে পাকিস্তান সফরে অধিনায়ক হিসেবে এল। এরপরেই নেতৃত্ব ছেড়ে দিল। এবার (ভারতের বিপক্ষে) একটা টেস্ট খেলেই অবসর নিল। এতে দলের ভারসাম্য ও বাছাই নীতি নষ্ট হতে পারে। অধিনায়কের মানসিকতায় প্রভাব পড়তে পারে।’

সালমান আরও বলেছেন, ‘আচমকা অবসরকে খেলোয়াড়েরা নাটক বানিয়ে ফেলেছে। দুই মাসের জন্য অন্য দেশে টি-২০ লিগ খেলতে গেলে পরিবারের কথা মনে পড়ে না? শুধু মাত্র টেস্ট ক্রিকেটের সময়ই এমন হয় কেন? তুমি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় খেলছ। তবু টেস্টের প্রতি এমন অনীহা বাইরের দেশে লিগ খেলার জন্যই।’

ডি কক টেস্ট ক্যারিয়ার থামিয়েছেন ৫৪ ম্যাচে। ৬ সেঞ্চুরি ও ৩৮.৮২ গড়ে করেছেন ৩৩০০ রান। উইকেটের পেছনে ডিসমিসাল ২৩২ টি। 

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ