হোম > খেলা > ক্রিকেট

কোহলিকে ওয়ানডে অধিনায়কত্বও ছাড়ার পরামর্শ শাস্ত্রীর

বিশ্বকাপের পর বিরাট কোহলি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আগেই। এ নিয়ে পক্ষে-বিপক্ষে মত আছে অনেক। আলোচনা চলছে এখনও।

এ আলোচনার মধ্যেই কোহলিকে ওয়ানডে অধিনায়কত্বও ছাড়ার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী। ভারতীয় কোচ মনে করেন, ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে কোহলির ওয়ানডে নেতৃত্বও ছেড়ে দেওয়া উচিত।

গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত টেস্ট সিরিজ জিতেছিল নিয়মিত অধিনায়ক কোহলিকে ছাড়াই। তখনই ওয়ানডেতে অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে কোহলির সঙ্গে আলাপ করেছিলেন শাস্ত্রী। তবে ভারতীয় কোচের পরামর্শ সে সময় কর্ণপাত করেননি সময়ের অন্যতম সেরা ব্যাটার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা কোহলির অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ম্যানেজমেন্ট কোহলিকে আরও ভালোভাবে ব্যবহার করতে চায়। তিনি বলেছেন, ‘ছয় মাস আগে কোহলির সঙ্গে কথা বলেছেন শাস্ত্রী। তখন সে কথা শোনেনি। এখনও সে ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যেতে আগ্রহী। এ কারণেই মূলত শুধুমাত্র টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছে। তবে তাঁকে নিয়ে বোর্ডের ভাবনা ভিন্ন। ব্যাটার কোহলির থেকে আরও ভালো কিছু আশা করছে বোর্ড।’ 

বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণার পর কোহলি জানিয়েছেন, এই আইপিএলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের অধিনায়ক হিসেবেও থাকছেন না আর। কিন্তু নিজেদের সবশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বাজেভাবে হারের পর কথা উঠেছে মাঝপথেই অধিনায়কত্ব হারাতে পারেন কোহলি। এখন আবার শোনা যাচ্ছে গত ৬ মাস ধরেই তাঁকে ওয়ানডে অধিনায়কত্বও ছাড়ার পরামর্শ দিয়ে আসছেন শাস্ত্রী। ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে বিরাট কোহলির অধিনায়কত্বের বিষয়টা কোচদের ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো দেখাচ্ছে অনেকটা।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু