হোম > খেলা > ক্রিকেট

‘ভয়ংকর’ অভিযোগ থেকে মুক্তি পেলেন ভারতীয় তারকা ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্ত রবিচন্দ্রন অশ্বিন। ছবি: ক্রিকইনফো

এবারের তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের শাস্তি তো পেয়েছেনই। এমনকি তাঁর বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার।

টিএনপিএলে এ সপ্তাহের শনিবার মুখোমুখি হয়েছিল দিন্দিগুল ড্রাগনস-সিয়েচেম মাদুরাই প্যানথার্স। এই ম্যাচেই দিন্দিগুল দল ও অধিনায়ক অশ্বিনের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। তবে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) কোনো প্রমাণ খুঁজে পায়নি। টিএনপিএল প্রধান নির্বাহী প্রসন্ন কান্নান এক বিবৃতিতে বলেন, ‘তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) তোয়ালে ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিল, সেটা দুই দলই ব্যবহার করতে পারত। আম্পায়ার-ম্যাচ রেফারিসহ যাঁরা ম্যাচ নিয়ন্ত্রণ করেন, তাঁরা বলের অবস্থা পুরোপুরি পর্যবেক্ষণ করেছে। ম্যাচ চলার সময় চিন্তিত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। যথোপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। টেম্পারিংয়ের দাবি গুজব মনে হয়েছ।’

মাদুরাই প্যানথার্সের কোচ শিজিত চন্দরন মূলত অভিযোগের আঙুল তুলেছিলেন দিন্দিগুল ড্রাগনসের বিরুদ্ধে। যে অভিযোগপত্র দায়ের করেছিলেন চন্দরন, সেখানে বলা ছিল, ‘বলের অবস্থা আমাদের ইনিংসের সময় দ্রুতই ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাটারদের পারফরম্যান্সে প্রভাব ফেলে। পাওয়ারপ্লের পর আমাদের ব্যাটাররা যে শট খেলেছে, শব্দ শুনলেই বুঝতে পারবেন। মনে হচ্ছিল তারা শক্ত পাথরে আঘাত করছে। আমাদের ধারণা দিন্দিগুল ড্রাগনস বলের অবস্থার পরিবর্তন করতে তোয়ালেতে বিশেষ কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করেছে। এটা অগ্রহণযোগ্য ও খেলার স্পিরিটের বিরুদ্ধে যায়। প্রতারণার শামিল এটা।’ এই অভিযোগপত্র মাদুরাই প্যানথার্সের প্রধান নির্বাহী পূজা দামোদরনকে মূলত পাঠানো হয়েছিল। পরে এটা চলে গিয়েছিল টিএনপিএলের কাছে।

দিন্দিগুল ড্রাগনসের বিরুদ্ধে যে অভিযোগ মাদুরাই প্যানথার্সের পক্ষ থেকে তোলা হয়েছিল, সেটা পরবর্তীতে টিএনসিএ খারিজ করে দিয়েছে ঠিকই। তবে মাদুরাই প্যানথার্সের কাছে সুযোগ এখনো রয়েছে। স্বাধীন তদন্ত কমিটি গঠন করে যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে আনুষ্ঠানিক অভিযোগ যদি তারা আজ স্থানীয় সময় বিকেল তিনটার মধ্যে দিতে পারে, তাহলে বল টেম্পারিং নিয়ে নতুন কোনো ঘটনা সামনে আসতে পারে।

যে ম্যাচ নিয়ে অভিযোগ, সেই ম্যাচে মাদুরাই প্যানথার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিন্দিগুল অধিনায়ক অশ্বিন। প্রথমে ব্যাটিং পাওয়া মাদুরাই ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করেছে। জবাবে ৪৫ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে ড্রাগনস। ১২.৩ ওভারে ১ উইকেটে ১৫১ রান করে ড্রাগনস। অধিনায়ক অশ্বিন ২৯ বলে করেন ৪৯ রান। আরেক ওপেনার শিবম সিং ৪১ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৮৬ রান করে অপরাজিত থাকেন। তিনিই হয়েছেন ম্যাচসেরা।

পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন আজহার

বিপিএলের আগে ‘কোটিপতি’ নাঈমের বার্তা

ইডেনে মোস্তাফিজের সুইং দেখার অপেক্ষায় কলকাতা

আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজের দল পাওয়ায় অবাক হননি মাশরাফি

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিল কলকাতা

‘খাজার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি’

আট ক্লাবের অবনমন, নতুন সূচি দেবে বিসিবি

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরার কারণ কী

নিজেদের রেকর্ড ভেঙে গ্রিনকে দলে নিল কলকাতা

বিগ ব্যাশ অভিষেকে কেমন বোলিং করলেন রিশাদ