হোম > খেলা > ক্রিকেট

শান্তর সঙ্গে বিভাজন নয়, মিরাজ বলছেন ‘সবার আগে বাংলাদেশ’

ক্রীড়া ডেস্ক    

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মেহেদী হাসান মিরাজের অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু হচ্ছে। ছবি: এএফপি

নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। কিন্তু লক্ষ্য একটাই—দেশের জন্য ভালো কিছু করা। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে এটি মিরাজের প্রথম সিরিজ। নেতৃত্বের দিক থেকে প্রথম অ্যাসাইনমেন্ট হলেও এটা তাঁকে খুব বেশি ভাবাচ্ছে না—আগের অভিজ্ঞতাকেই শক্তি বানিয়ে এগিয়ে যেতে চাইছেন তিনি।

কলম্বোয় সিরিজপূর্ব প্রথম সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি যে সময় ব্যাটিং করি, সেটা প্রেশার সিচুয়েশনেই। বোলিংটাও প্রেশারে করি। বাংলাদেশ দলে অনেক ম্যাচ খেলেছি, এসব অভিজ্ঞতা থেকেই আমি শিখেছি কীভাবে চাপ সামলে খেলা যায়। অধিনায়কত্বটাও এমন এক সময়ে পেয়েছি যখন দল কঠিন সময় পার করছে। আমার আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব।’

সম্প্রতি দল ভালো পারফর্ম না করলেও মিরাজ সেটা একপেশে ভাবে দেখতে নারাজ। তাঁর মতে, দলের অবস্থা খারাপ হলেও সেটা তবে সেটা নিয়মিত নয়।। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা হয়তো কিছুদিন ধরে ভালো খেলছি না। কিন্তু এর মানে এই না যে আমরা নিয়মিত খারাপ খেলছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বড় বাস্তবতা হলো ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া নতুন শুরু। মুশফিকুর রহিম টেস্ট চালিয়ে গেলেও সীমিত ওভারে তাঁরা কেউই আর খেলছেন না। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিলেন মাহমুদউল্লাহ-মুশফিক। তাঁদের অভিজ্ঞ স্তম্ভের জায়গা পূরণ করাটা সহজ নয় বলে স্বীকার করেছেন মিরাজ, ‘রিয়াদ ভাই, মুশফিক ভাই—ওদের সঙ্গে আমরা অনেক দিন ক্রিকেট খেলেছি। তারা এখন দলে নেই। যদি থাকতেন, ভালো লাগত। এখন আমরা সেই দুই জায়গায় কাকে খেলাব, কীভাবে দীর্ঘ মেয়াদে সেট করব, সেটা নিয়ে কাজ করছি। এটা এক-দুই সিরিজে হয়ে যাবে এমন না। একটু সময় লাগবে। একসঙ্গে এত সিনিয়র ক্রিকেটার চলে যাওয়ায় স্বাভাবিক হওয়াটা কঠিন। তাই আমরা চেষ্টা করছি আমাদের যে জায়গাগুলো আছে সেগুলো উন্নতি করা।’

কদিন ধরেই বেশ আলোচনায়—শান্তর কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ধরন এবং টেস্টে তাঁর নেতৃত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গ। মিরাজের বিশ্বাস এ সবকিছু তাঁদের খেলায় কোনো প্রভাব পড়বে না। এত কিছুর মধ্যেও দলের মধ্যে নেতৃত্ব নিয়ে কোনো বিভাজন নেই—এটাও স্পষ্ট করেছেন তিনি। শান্তর অধিনায়কত্বের সময় যেমন মিরাজ ছিলেন পাশে, তেমনি এখন মিরাজও দলের সবার সমর্থন পাবেন।

মিরাজের মতে, সবকিছু ওপরে দল। খেলতে চান বাংলাদেশের জন্য, ‘অধিনায়কত্ব ইস্যু নিয়ে অনেক কথা আলোচনা হচ্ছে। এটা আমাদের মধ্যে তেমন একটা প্রভাব ফেলে না। ক্রিকেটার হিসেবে যখন খেলি, আমাদের কাজই হলো দলকে সমর্থন করা। দলগত পারফর্ম করা। শান্ত যখন অধিনায়ক ছিল আমি ওকে অনেক সহায়তা করেছি, পারফর্ম করেছি। এর আগেও যারা অধিনায়ক ছিল তাদের সঙ্গেও পারফর্ম করেছি। এখানে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। দলের মধ্যে একই সময় একজন অধিনায়ক থাকে।’

মিরাজ যেন আরেকবার মনে করিয়ে দিলেন তাঁদের সবচেয়ে বড় পরিচয়—তাঁরা বাংলাদেশের প্রতিনিধি, ‘সবশেষ সবারই খেলতে হয়। সবাই পারফর্ম করলে কিন্তু দেশ ভালো করে। দলের ফলাফলটা হয়। অধিনায়ক একজনই থাকে। দলের সবাই পারফর্ম করা, সাপোর্ট করাটা গুরুত্বপূর্ণ। আমার ভেতরে এই জিনিসটা নাই। আর শান্তর ভেতরেও এই জিনিসটাই নাই। সবার আগে টিম বাংলাদেশ। আমার কাছে মনে হয় যে এটাই গুরুত্বপূর্ণ।’

জাকির জানাজায় অঝোরে কাঁদলেন মুশফিক-শরিফুলরা

ব্যবসায় ক্ষতি, সিরিজ জিতেও খুশি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

শোককে শক্তিতে পরিণত করে জিতল ঢাকা

কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা