হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের সিয়ার্সের চোখে বাংলাদেশ যেন এক ভিন্ন জগৎ! 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের আবহাওয়া নিউজিল্যান্ডের সঙ্গে মেলানো কঠিন। এখানে আসার পর বিষয়টা অনুধাবন করতে পারছে কিউইরা। কন্ডিশন–উইকেট সবই নতুন মনে হচ্ছে সফরকারীদের  কাছে। বেন সিয়ার্সের চোখে তো বাংলাদেশ যেন এক ভিন্ন জগৎ! সবকিছুই নতুন করে আবিষ্কার করছেন এই কিউই পেসার। 

বুধবার থেকে সিরিজ শুরুর আগে আজ সকালে মিরপুরে অনুশীলন করেছে নিউজিল্যান্ড দল। জাতীয় দলের সঙ্গে এই প্রথম অনুশীলন করলেন ২৩ বছর বয়সী সিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা এই তরুণ পেসারের কাছে বাংলাদেশের পরিবেশ একেবারেই নতুন মনে হচ্ছে। সিয়ার্স বলেন, ‘এটা সত্যিই ভিন্ন। এখানকার পরিবেশ বাড়ির মতো নয়। সবকিছুই আমার কাছে নতুন মনে হচ্ছে । ভিন্ন একটা  জগতের মতো মনে হচ্ছে।’  

পেসার হয়েও অনুশীলনে  ব্যাটিং কোচ থিলান সামারাভিরার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করছেন সিয়ার্স। সামারাভিরার উপমহাদেশের অভিজ্ঞতা পুঁজি করে ভালো কিছু করতে চান তারা । সিয়ার্স  বললেন, ‘সামারাভিরার মতো কোচ আমাদের আছে। টেস্ট ক্রিকেটে তার গড় ৪৮। তার কাছ থেকে সমসময় শেখার চেষ্টা করছি। তিনি ব্যাটসম্যান হলেও ব্রায়ান লারার মতো ব্যাটসম্যানের উইকেট তার ঝুলিতে আছে।’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত