হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের সিয়ার্সের চোখে বাংলাদেশ যেন এক ভিন্ন জগৎ! 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের আবহাওয়া নিউজিল্যান্ডের সঙ্গে মেলানো কঠিন। এখানে আসার পর বিষয়টা অনুধাবন করতে পারছে কিউইরা। কন্ডিশন–উইকেট সবই নতুন মনে হচ্ছে সফরকারীদের  কাছে। বেন সিয়ার্সের চোখে তো বাংলাদেশ যেন এক ভিন্ন জগৎ! সবকিছুই নতুন করে আবিষ্কার করছেন এই কিউই পেসার। 

বুধবার থেকে সিরিজ শুরুর আগে আজ সকালে মিরপুরে অনুশীলন করেছে নিউজিল্যান্ড দল। জাতীয় দলের সঙ্গে এই প্রথম অনুশীলন করলেন ২৩ বছর বয়সী সিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা এই তরুণ পেসারের কাছে বাংলাদেশের পরিবেশ একেবারেই নতুন মনে হচ্ছে। সিয়ার্স বলেন, ‘এটা সত্যিই ভিন্ন। এখানকার পরিবেশ বাড়ির মতো নয়। সবকিছুই আমার কাছে নতুন মনে হচ্ছে । ভিন্ন একটা  জগতের মতো মনে হচ্ছে।’  

পেসার হয়েও অনুশীলনে  ব্যাটিং কোচ থিলান সামারাভিরার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করছেন সিয়ার্স। সামারাভিরার উপমহাদেশের অভিজ্ঞতা পুঁজি করে ভালো কিছু করতে চান তারা । সিয়ার্স  বললেন, ‘সামারাভিরার মতো কোচ আমাদের আছে। টেস্ট ক্রিকেটে তার গড় ৪৮। তার কাছ থেকে সমসময় শেখার চেষ্টা করছি। তিনি ব্যাটসম্যান হলেও ব্রায়ান লারার মতো ব্যাটসম্যানের উইকেট তার ঝুলিতে আছে।’

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট