হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে আবারও নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

প্রথম দুই ম্যাচ হারায় চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বেই পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে গেছে। এবার তাদের দেশেই নিরাপত্তা ইস্যু নিয়ে বাড়ছে উদ্বেগ। ছবি: ক্রিকইনফো

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে চলছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত টুর্নামেন্টের ৬ ম্যাচ হয়েছে। আইসিসির ইভেন্টের মাঝপথে হঠাৎ করে পাকিস্তানে নিরাপত্তা ইস্যু নিয়ে চলছে নানারকম কথাবার্তা।

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক খবর প্রকাশ পেয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে। আইসিসির ইভেন্টটি দেখতে যেসব বিদেশি নাগরিকেরা সেখানে অবস্থান করছেন, তাদের জন্য পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে উচ্চ সতর্কতা গতকাল জারি করা হয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) পক্ষ থেকে সম্ভাব্য হামলার হুমকির কারণে ‘পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরো’ সতর্কতা জারি করেছে। ভারতীয় এই সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফি দেখতে যাওয়া বিদেশিদের মুক্তিপণের জন্য অপহরণ করতে পারে গেরিলা সংগঠনটি। চীনা ও আরব নাগরিকেরা হতে পারেন আইকেএসপির লক্ষ্যবস্তু।

সিএনএন নিউজ ১৮ নামে এক সংবাদমাধ্যমে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), আইসিস, বেলুচিস্তানের অন্যান্য কিছু গ্রুপ—এই গেরিলা সংগঠনগুলোর বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে। এতে করে বিমানবন্দরসহ বিভিন্ন বন্দর, অফিস ও আবাসিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাকিস্তানের সীমান্ত রক্ষীবাহিনী রেঞ্জার্স ও স্থানীয় পুলিশ তৎপর হয়েছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এই তিন শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচি ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম—পাকিস্তানের এই তিন স্টেডিয়ামে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি।

২০০৮ সালে সবশেষ পাকিস্তান সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই এশিয়া কাপের পর ১৭ বছর প্রতিবেশী দেশে দল পাঠাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিরাপত্তার কারণেই মূলত সেটা করছে না ভারত। এমনকি ২০২৩ এশিয়া কাপ পুরোপুরি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে পাকিস্তান, শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছিল। রোহিত শর্মা-বিরাট কোহলিরা খেলেছিলেন শ্রীলঙ্কায়। এবারের চ্যাম্পিয়নস ট্রফিও একই কারণে হাইব্রিড মডেলে হচ্ছে। ভারত খেলছে দুবাইয়ে। একারণে আয়োজক পাকিস্তান হলেও দুবাইয়ে তাদের যেতে হয়েছে শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে। এরই মধ্যে ‘এ’ গ্রুপের ভারত, নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ, পাকিস্তান গ্রুপ পর্বেই ছিটকে গেছে।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু