হোম > খেলা > ক্রিকেট

ফর্মে থাকা ভারতকে কী থামাতে পারবে নিষ্প্রভ ইংল্যান্ড

টেস্ট নিয়ে ইংল্যান্ড যতটা ‘সিরিয়াস’, ওয়ানডে নিয়ে ততটা নয়! চলতি বিশ্বকাপে যখন খাদের কিনারে ইংলিশরা, তখন এই অভিযোগ সবারই! তবে এই অভিযোগ মানতে নারাজ ইংল্যান্ড দলের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক। লক্ষ্ণৌতে আজ ভারতের বিপক্ষে ম্যাচ ইংল্যান্ডের।

আগের দিন ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে ট্রেসকোথিক বললেন, চাপের মধ্যে থাকলেও ওয়ানডে সংস্করণে নিজেদের ওপর থেকে আস্থা হারাননি তাঁরা। তাঁর ভাষায়, ‘মাফ করবেন, আমরা এখানে অকার্যকর হতে চাইনি, তবে আমরা (নিজেদের ওপর) আস্থা হারাইনি। আমরা যেকোনো সংস্করণেই খেলতে পছন্দ করি। আমরা এখানে (ভারতে) টানা দ্বিতীয় ৫০ ওভারের বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। আসলে সব সংস্করণের ওপরই আমাদের মনোযোগ।’

তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাস্তবতা মেনে নিচ্ছেন ট্রেসকোথিক। ১০ দলের বিশ্বকাপের পয়েন্ট টেবিলে গতকাল বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের আগপর্যন্ত তাদের অবস্থান ছিল ৯ নম্বরে। ট্রেসকোথিক বলছেন, ‘চাপটা আমরা সবাই টের পাচ্ছি। কিন্তু করার কী! আপনারা যা আশা করেন, তার সবকিছুই করেছি আমরা। প্রতিটি অনুশীলন শেষেই মনে হয় ভালো বোধ করছি, সবকিছু ঠিক থাকার অনুভূতি। কিন্তু মাঠে ঠিকঠাকমতো কিছুই হচ্ছে না।’

এমন এক পরিস্থিতিতেই আজ ভারতের মুখোমুখি ট্রেসকোথিকের দল। ফর্মের দিক থেকে দুই দলের উত্তর মেরু-দক্ষিণ মেরু অবস্থান।

পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারত। টগবগে আত্মবিশ্বাস দলটির। তবে এই ম্যাচে তারা পাচ্ছে না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।
সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে পড়া ইংল্যান্ডের এই ম্যাচে লক্ষ্য একটাই—ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস পুনরুদ্ধার। আর আজ ভারতকে হারিয়ে দিলে পরের ম্যাচগুলোতেও আত্মবিশ্বাসের জ্বালানি নিতে পারবে ইংলিশরা।

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন