হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডের বাংলাদেশকে নিয়ে সতর্ক ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার বৃত্তেই আটকে আছে বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে তারা। তবে ওয়ানডেতে বাংলাদেশ দল বেশ ভালো ছন্দে আছে। নিজেদের পছন্দের সংস্করণ দিয়ে ঘুরে দাঁড়াতে চান বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবালও। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ‘ভালো’ বলে স্বীকার করে নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। তবে নিজেদের সেরাটা খেলেই সিরিজ নিশ্চিত করতে চায় উইন্ডিজ। 

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ইতিবাচক পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দল। শেষ ১৮ ম্যাচের ১২টিতেই জিতেছে বাংলাদেশ। আইসিসি সুপার লিগে ২ নম্বরে আছে তামিমের দল। ওয়ানডে সিরিজের আগে তাই এই বাংলাদেশকে নিয়ে সতর্ক পুরান। তিনি বলেছেন, ‘ওয়ানডেতে বাংলাদেশ ভালো খেলছে এবং আমরা এটিকে সম্মান করি। তবে আমরা অবশ্যই সিরিজটা জিততে চাই।’ 

ওয়ানডে সিরিজে পার্থক্য গড়ে দিতে পারেন বাংলাদেশ অধিনায়ক তামিম। তাঁকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পুরান বলেন, ‘তামিমকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা শৃঙ্খলিত হয়ে খেলতে চাই এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে চাই। আমাদের সঠিক উপায়ে ম্যাচটা খেলতে হবে। হ্যাঁ, তামিম আমাদের বোকা বানাতে পারে এবং তাদের ভালো খেলোয়াড় আছে। নিজেদের দিনে এটা যে কারও খেলা হতে পারে। তাই আমাদের লম্বা সময় ধরে সঠিক কাজগুলো করে যেতে হবে।’ 

পুরান আরও যোগ করে বলেন, ‘আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় এবং আমাদের অবশ্যই আরও বেশি দলীয়ভাবে খেলতে হবে। আর সবাইকে ধৈর্য রাখতে হবে।’

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি