হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন মিরাজ-ইমন

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৪ মাস পর দলে ফিরেছেন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতেই আছেন তিনি।

দুই বছর পরে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। ফিরেছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও। তবে টি-টোয়েন্টি সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নেওয়া সাকিব আল হাসান স্বাভাবিকভাবেই নেই দলে।

৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৯ অক্টোবর দিল্লি এবং ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এই সিরিজের জন্য গতরাতে ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতও। 

গতকাল বিসিবি সূত্র জানায়, টি-টোয়েন্টি দলে থাকা ৯ সদস্য ঢাকা থেকে দিল্লি যাবেন পরশু। দিল্লিতে থাকতে হবে এক রাত। পরদিন তাঁরা ধরবেন গোয়ালিয়রের ফ্লাইট। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত