হোম > খেলা > ক্রিকেট

বাবরকে দিয়ে পানি টানাতে চান শাদাব

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পরশু শুরু হচ্ছে বিশ্বকাপ। আর পাকিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচের আগে এই মাঠে আজ শেষ প্রস্তুতি ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

বিশ্বকাপ শুরুর তিন দিন আগে আজ প্রস্তুতি ম্যাচে খেলছেন না বাবর। মূল টুর্নামেন্ট শুরুর আগে চোটের ঝুঁকির কথা মাথায় রেখেই হয়তো তাঁকে (বাবর) খেলাচ্ছে না পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বাবরের পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন শাদাব খান। টস করার সময় সতীর্থ বাবরকে নিয়ে মজা করেছেন শাদাব। পাকিস্তানের লেগস্পিনার বলেন, ‘বাবর সুস্থ আছে। সে বিশ্রাম নিচ্ছে। রিজওয়ানও বিশ্রাম নিচ্ছে। আমি বাবরকে দিয়ে ফিল্ডিং করাব ও পানি টানাব (হাসি)। আমি তেমন ধরনের অধিনায়ক।’ 

হায়দরাবাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান। পাকিস্তানের দেওয়া ৩৪৬ রানের লক্ষ্য ৩৮ বল হাতে রেখে জিতে যায় কিউইরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ জিতে আত্মবিশ্বাস বিশ্বকাপে নিয়ে যেতে চান শাদাব, ‘আমরা দল হিসেবে জিতি বা হারি। জেতা একটা অভ্যাস। আমরা জিততে চাই। এখান থেকে আত্মবিশ্বাস পাওয়াটা জরুরি।’ 

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ৩২.৪ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করেছে অজিরা। গ্লেন ম্যাক্সওয়েল ২৫ রানে ও ক্যামেরন গ্রিন ১ রানে ব্যাটিং করছেন। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন উসামা মীর।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন