হোম > খেলা > ক্রিকেট

ইতিহাস লেখার নায়কেরা কী বলছেন...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগে কখনো ঘটেনি এমন কিছু স্বাভাবিকভাবে ইতিহাস হয়ে থাকে। সেঞ্চুরিয়নে গতকাল এমনি ইতিহাস লিখেছে বাংলাদেশ। এর আগে তিনবার দক্ষিণ আফ্রিকা সফর করে বাংলাদেশ। তিনবারই একের পর এক হার সঙ্গী হয়। জমতে জমতে সংখ্যাটা দাঁড়িয়েছিল ১৯-এ। এবারের সফরে প্রথম ম্যাচে হারের শেকল ভাঙেন সাকিব আল হাসানরা।

মাঝে জোহানেসবার্গের এক ম্যাচ বিরতি দিয়ে সেঞ্চুরিয়নে ফিরে আবার জয়ের ধারায় বাংলাদেশ। এবার জয়টি ছাপিয়ে গেছে অন্য সবকিছুকে। এই জয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার সিরিজ জিতে ইতিহাস রচনা করলেন সাকিব-তামিম-তাসকিনরা। ইতিহাস লেখার নায়কেরা কে কী বলছেন সেটাই দেখে নেওয়া যাক...

তামিম ইকবাল (অধিনায়ক) 
আমি আমার অনুভূতি বর্ণনা করতে পারব না। খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে এটা আমার জন্য বিশেষ কিছু। দেশ ও বাংলাদেশ দলের জন্যও এটা বিশেষ কিছু। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগেই আমরা আমাদের লক্ষ্য স্থির করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা অর্জন করতে পেরেছি। আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়! 

সাকিব আল হাসান (অলরাউন্ডার)
তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের হারিয়ে এক ঐতিহাসিক সিরিজ জয় করল টাইগাররা, দক্ষিণ আফ্রিকার মাঠে! অভিনন্দন টিম টাইগার্স। 

মুশফিকুর রহিম (উইকেটকিপার-ব্যাটার)
ইতিহাস রচনা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় তাদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়। আলহামদুলিল্লাহ! 

লিটন দাস (ব্যাটার)
ঐতিহাসিক জয়। ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত। 

তাসকিন আহমেদ (পেসার)
আলহামদুলিল্লাহ। ২-১! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ এক ঐতিহাসিক সিরিজ জিতেছে। আমার পারফরম্যান্সে দারুণ খুশি। আমি আমার প্রসেস ঠিক রাখতে চেয়েছি এবং পরিকল্পনা অনুযায়ী খেলেছি।

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন হেড

কোনো আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড

দ্রাবিড়কে ছাড়িয়ে সাঙ্গাকারা-শচীনদের তাড়া করছেন স্মিথ

স্টোকসের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের ‘ঝগড়া থামাতে’ গেলেন পাকিস্তানি আম্পায়ার

বিপিএলে আতশি কাচে সুজনও

‘বাংলাদেশে মাহমুদউল্লাহর মতো সেরা ফিনিশার আর কেউ নেই’