হোম > খেলা > ক্রিকেট

টেস্টে তামিমের নতুন উদ্বোধনী সঙ্গী জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাদা পোশাকে শেষবার তাঁকে দেখা গেছে গত বছরের এপ্রিলে। অবশেষে লাল বলের ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। আগামীকাল শুরু হতে চলা ডারবান টেস্টে টেস্টে তাই আলাদভাবেই নজরে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। পাদ প্রদীপে চলে এসেছেন উদ্বোধনী জুটিতে থাকা তাঁর সঙ্গীও।

তামিমের সঙ্গী নিয়ে গত কয়েক বছরে আলোচনা হয়েছে বিস্তর। কিন্তু যোগ্য সঙ্গী পাচ্ছেন না তিনি। ঘনঘন পরিবর্তন আসছে উদ্বোধনী জুটিতে। এবার দক্ষিণ আফ্রিকায় ইনিংস শুরুর জুটিতে তামিম এমন একজনকেই পাচ্ছেন, যার টেস্ট আঙিনায় পথচলা শুরু হয়েছে কয়েক মাস আগেই। তিনি মাহমুদুল হাসান জয়। আগামীকাল জয় ওপেন করলে তিনি হবেন তামিম ১১ তম উদ্বোধনী সঙ্গী।  

তিন মাস আগে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ছিলেন ছিলেন না তামিম। তাঁর অনুপস্থিতিতে দুই টেস্টেই ইনিংস শুরুর জুটিতে দেখা গেছে দুই তরুণ ব্যাটার মাহমুদুল ও সাদমান ইসলাম। দ্বিতীয়জন ধুঁকছেন রানখরায়। শেষ ৮ ইনিংস মিলে তিনি করেন ৭১ রান। তাই তামিম ফেরায় সাদমানের একাদশে থাকা কঠিন করে দিচ্ছে।

আগামীকাল থেকে শুরু হওয়া ডারবান টেস্টে যে জয়ই তামিমের সঙ্গী হচ্ছেন এটা এক প্রকার অনুমিতই ছিল। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক সৌরভও জোর সম্ভাবনা দেখালেন। তিনি বলেছেন, ‘(উদ্বোধনী জুটিতে) তামিম ভাই আর জয় হওয়ার সম্ভাবনা বেশি।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ