হোম > খেলা > ক্রিকেট

৭ উইকেটের জয়ে ফাইনালে পাকিস্তান

বাবর-রিজওয়ানের ফিফটিতে ফাইনালে পাকিস্তান

পাকিস্তানকে মাঝারি রানের চ্যালেঞ্জ দিয়েছে নিউজিল্যান্ড। এ রানে জিততে হলে বোলিংয়ে দারুণ কিছু করতে হতো বোল্ট-সাউদিদের। সেটা করতে তাঁরা ব্যর্থ হয়েছেন। অন্যদিকে সেমিফাইনালে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার। এ বিশ্বকাপে সর্বোচ্চ ওপেনিং জুটি গড়েছেন বাবর-রিজওয়ান। তাঁদের ১০৫ রানের জুটিতেই ম্যাচ থেকে ছিটকে গেছে কিউইরা। অথচ এ ম্যাচের আগে বিশ্বকাপে তাঁদের জুটিকে শুনতে হয়েছে অনেক সমালোচনা। এ জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের জয়ের ধারা ধরে রাখল পাকিস্তান। ৪ ম্যাচের প্রতিটিতেই জয় পেল বাবর-রিজওয়ানরা। ১৩ বছর পর আবারও সংক্ষিপ্ত সংস্করণের ফাইনালে উঠল পাকিস্তান।

কিউইদের ১৫৩ রানের লক্ষ্য ৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় পেল পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন ম্যাচ সেরা রিজওয়ান। তিনি ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন। ইনিংসটি সাজিয়েছেন ৭ চারে। ৩৩ রানে ২ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার ট্রেন্ট বোল্ট। 

আউট হলেন হারিস

১৯ তম ওভার করা স্যান্টনারের দ্বিতীয় বলে জীবন পেয়েছিলেন হারিস। তবে সেই সুযোগটা কাজে লাগিয়ে ম্যাচ শেষ করতে পারেননি পাকিস্তানের এই ব্যাটার। ওভারটির শেষ বলে ২৬ বলে ৩০ রান করে ফিরছেন তিনি।

জীবন পেলেন হারিস

১৯ তম ওভারে দ্বিতীয় বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন মোহাম্মদ হারিস। শর্ট থার্ডে ক্যাচটি নিতে পারেননি ইশ সোধি। ২৮ রানের সময় ক্যাচটি দিয়েছিলেন হারিস।

বাবরের পর রিজওয়ানকেও ফেরালেন বোল্ট

বাবরকে আউট করে ১০৫ রানের জুটি ভেঙে দিয়েছিলেন বোল্ট। এবার আরেক ফিফটি করা ব্যাটারকে ফেরালেন এই কিউই বোলার। ৪৩ বলে ৫৭ রান করা রিজওয়ানকে গ্লেন ফিলিপসের ক্যাচ করেছেন বোল্ট।

বাবরের পর রিজওয়ানের ফিফটি

অধিনায়ক বাবর আজমের দেখা পথেই ফিফটি পেলেন মোহাম্মদ রিজওয়ান। ৩৬ বলে ৫০ রান করেছেন এই উইকেট রক্ষকব্যাটার। এটি তাঁর ক্যারিয়ারের ২৩ তম ফিফটি। ১৪ ওভার শেষে পাকিস্তানের রান ১ উইকেটে ১১৩।

ফিফটি করে ফিরলেন বাবর

এবারের বিশ্বকাপে প্রথম ফিফটি তুলে নিয়েই ফিরে গেলেন বাবর আজম। তাঁর আউটে রিজওয়ানের সঙ্গে ১০৫ রানের জুটি ভেঙে গেছে। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে ৪২ বলে ৫৩ রান করা বাবরকে ফিরিয়েছেন ট্রেন্ট বোল্ট।

টুর্নামেন্ট প্রথম ফিফটি পেলেন বাবর

এশিয়া কাপ থেকেই বাজে ফর্ম যাচ্ছিল বাবর আজমের। অবশেষে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে জ্বলে উঠলেন তিনি। ৩৮ বলে ৫০ করেছেন তিনি। সেমিফাইনালের আগে  বাবরকে দায়িত্ব নিতে বলেছিলেন পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন। আজ ঠিকই গুরুর কথা শুনেছেন তিনি। 

দুর্দান্ত খেলছেন বাবর-রিজওয়ান জুটি

পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতেই পারছে না নিউজিল্যান্ড। বাবর-রিজওয়ান সাবলীলভাবে এগিয়ে নিচ্ছেন পাকিস্তানকে। দুজনেই আছেন ফিফটির কাছাকাছি। ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে  ৮৭ রান।  বাবর অপরাজিত আছেন ৩৪ বলে ৪৩ রান করে। আর রিজওয়ান করেছেন ২৬ বলে ৪১ রান

রিভিউ নষ্ট নিউজিল্যান্ডের

সপ্তম ওভারের শেষ বল। বাবর আজমের বিপক্ষে লেগবিফোরের আবেদন করেছিলেন মিচেল স্যান্টনার। আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিয়েছিলেন কেন উইলিয়ামসন। রিপ্লেতে দেখা যায়,বল স্ট্যাম্পের ওপর দিয়ে বেরিয়ে গেছে। তাতে রিভিউ নষ্ট হলো নিউজিল্যান্ডের। ৮ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৬৮ রান। 

বোলারদের উপর চড়াও বাবর-রিজওয়ান জুটি

তৃতীয় ওভারে বোল্টকে ১৫ রান নেওয়ার পর বাবর-রিজওয়ান জুটি পঞ্চম ওভারেও নিলেন ১৫ রান। তাঁদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫ ওভার ৪ বলেই ৫০ পেরিয়েছে পাকিস্তান।  ১৯ বলে ২৫ রান করা বাবর অপরাজিত আছেন ১৭ বলে ২৮ রান করা রিজওয়ানের সঙ্গে। ৬ ওভার শেষে পাকিস্তানের রান বিনা উইকেটে ৫৫।

মাত্র ৪ ওভারে ৩২ রান পাকিস্তানের

প্রথম ওভারের চতুর্থ বলে বাবরকে আউটের সুযোগ তৈরি করেছিলেন বোল্ট। সে সুযোগটা কাজে লাগাতে পারেননি উইকেটরক্ষক কনওয়ে। তবে পাকিস্তানের অধিনায়ক সুযোগটা ভালোই কাজে লাগাচ্ছেন। সঙ্গে আরেক ওপেনার রিজওয়ানও দুর্দান্ত ব্যাট করছেন। দুজনে মিলে মাত্র ৪ ওভারে দলকে বিনা উইকেটে ৩২ রান এনে দিয়েছেন।

জীবন পেলেন বাবর

পাকিস্তানের ইনিংসের শুরুটাও বাউন্ডারি দিয়ে হয়েছে। ট্রেন্ট বোল্টের প্রথম বলেই চার মেরেছেন মোহাম্মদ রিজওয়ান। এরপর সিঙ্গেল নিয়ে বাবর আজমের সঙ্গে স্ট্রাইক বদলান রিজওয়ান। নিজের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন বাবর। তবে সেটা তালুবন্দি করতে পারেননি ডেভন কনওয়ে। 

নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৫২

পাকিস্তানকে মাঝারি রানের চ্যালেঞ্জ দিল নিউজিল্যান্ড। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও দল দেড়শো রান পেরোতে পেরেছে অধিনায়ক উইলিয়ামসন ও ড্যারেল মিচেলের কল্যাণে। ৪ রানের জন্য অধিনায়ক ফিফটি না পেলেও মিচেল করেছেন ফিফটি। ক্যারিয়ারের তিন ফিফটির দুটিই বিশ্বকাপে। গত বিশ্বকাপের সেমিতে ম্যাচ জয়ী ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। আজও হার না মানা ৩৫ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন। তাঁর এই ফিফটিতেই ১৫২ রানের লড়াই করা পুঁজি পেয়েছে কিউই বোলাররা। পাকিস্তানের হয়ে ২৪ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার শাহীন শাহ আফ্রিদি।

ফিফটি করলেন মিচেল

উইকেট হারিয়ে দল চাপে থাকলেও ব্যাটিংয়ে এসে পাকিস্তানের বোলারদের আক্রমণ করতে থাকেন ড্যারেল মিচেল। উইলিয়ামসনের সঙ্গে ৬৮ রানে জুটি গড়ে দলকে চাপ থেকে মুক্ত করেন। গত বিশ্বকাপের সেমিফাইনালের ৭২রান করা ব্যাটার আজও ফিফটি তুলে নিলেন। ৩২ বলে ৫০ রান করেছেন তিনি।

আফ্রিদির দ্বিতীয় উইকেট

আফ্রিদি প্রথম ওভারে ফিন অ্যালেনকে আউট করে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন পাকিস্তানকে। এবার ১৭ ওভারে এসে আউট করলেন উইলিয়ামসনকে। ৪৬ রান করা উইলিয়ামসনকে সরাসরি বোল্ড করেছেন পাকিস্তানি বোলার। ১৭ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৪ উইকেট ১২৩।

ফিফটি জুটি পেরোল মিচেল-উইলিয়ামসন

নিউজিল্যান্ডকে পথ দেখাচ্ছেন মিচেল-উইলিয়ামসন জুটি। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ডকে ভালো সংগ্রহের আশা দেখাচ্ছেন এ দুজন। চতুর্থ উইকেটের জুটিতে ফিফটি পেরিয়েছে তাঁরা। সেই সঙ্গে দলীয় রানও একশো পেরিয়েছে তাঁদের। উইলিয়ামসন ৪৩ ও মিচেল ৩১ রানে ব্যাটিং করছেন। ১৫ ওভার শেষে কিউইদের রান ৩ উইকেটে ১০৬

ফিলিপসকে ফেরালেন নওয়াজ

পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান করতে পেরেছিল নিউজিল্যান্ড। ম্যাচকে এগিয়ে নেওয়ার জন্য তাদের দরকার ছিল গুরুত্বপূর্ণ জুটি। কিন্তু এখনও সেটি তারা করতে পারেনি। বরং দলীয় ৪৯ রানে গ্লেন ফিলিপসকে হারিয়ে চাপে কিউইরা। ৮ বলে ৬ রান করে ফিলিপস আউট হয়েছেন মোহাম্মদ নওয়াজের বলে। উইলিয়ামসন ২৩ ও ড্যারিল মিচেল ৫ রানে অপরাজিত আছেন। ১০ ওভার শেষে দলের রান ৩ উইকেটে ৫৯। 

পাওয়ার প্লে শেষে কিউদের রান ২ উইকেটে ৩৮

প্রথম ওভারের তৃতীয় বলে ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। তিন নম্বরে ব্যাটিংয়ে এসে কনওয়েকে নিয়ে শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করছিলেন অধিনায়ক কেন  উইলিয়ামসন। তবে পাওয়ার প্লের শেষ বলে শাদাব খানের দারুণ এক থ্রোতে কনওয়ে আউট হলে তৃতীয় উইকেটে দুজনের ৩৪ রানের জুটি ভাঙে। ১৩ বলে ১৩ রান করে অপরাজিত আছেন উইলিয়ামসন। আর ২০ বলে ২১ রান করে আউট হয়েছেন কনওয়ে।

ফিনকে ফেরালেন আফ্রিদি

ইনিংসের প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে লং অনে চার হাঁকান অ্যালেন ফিন। আফ্রিদির পরের ডেলিভারি আঘাত হানে ফিরেন প্যাডে। আম্পায়ার আউট দিলেও রিভিউতে দেখা যায়, বলটি আলতো করে ব্যাট ছুঁয়ে প্যাডে লাগে। প্রথম যাত্রায় বাঁচলেও পরের বলে আর বাঁচতে পারেননি কিউই ওপেনার। প্রথম ওভারের তৃতীয় বলেই এলবিডব্লউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন ফিন। ৩ বলে ৪ রান করেছেন ফিন।

শুভ অপরাহ্ন। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড। 

সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। দুই দলেই অপরিবর্তিত একাদশ নিয়ে সেমিতে নেমেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে সেমিফাইনালে দুই দল মুখোমুখি হয়েছে তিনবার। প্রতিবারই জিতেছে পাকিস্তান। আজ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা সুযোগ পাচ্ছেন সেই ধারাবাহিকতা ধরে রাখার। আর নিউজিল্যান্ড সুযোগ পাচ্ছে সেমিতে প্রথমবার পাকিস্তানকে হারানোর। আজকের পত্রিকার লাইভে আপনাকে স্বাগতম। 

নিউজিল্যান্ড একাদশ: 
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি। 

পাকিস্তান একাদশ: 
বাবর অজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার