হোম > খেলা > ক্রিকেট

চোটে ছিটকে গিয়ে বাংলাদেশকে সুখবর দিলেন উইলিয়ামসন

চোটে পড়ে ভারতের বিপক্ষে সর্বশেষ মুম্বাই টেস্টের একাদশে ছিলেন না কেন উইলিয়ামসন। সেই চোটেই আগামী দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক। ভারতের পর এবার ঘরের মাঠে কিউইদের প্রতিপক্ষ বাংলাদেশ। জানুয়ারিতে এই সিরিজে তাই নাও দেখা যেতে পারে উইলিয়ামসনকে। 

মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টে না খেললেও কানপুরে উইলিয়ামসনের নেতৃত্বে দারুণ এক ড্র করেছিল নিউজিল্যান্ড। কনুইয়ের চোট ছিটকে দিয়েছিল তাঁকে। দ্বিতীয় টেস্ট হেরে সিরিজের সঙ্গে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারায় কিউইরা। অন্যদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দশার সিরিজ শেষ করে কালই নিউজিল্যান্ড রওনা দেবে বাংলাদেশ দল। এমনিতে নিউজিল্যান্ডে বাংলাদেশের রেকর্ড ভয়াবহ। 

উইলিয়ামসনের না থাকা সেদিক থেকে স্বস্তিও দেবে বাংলাদেশকে। চোট সমস্যা উইলিয়ামসন ভুগছেন বছরের শুরু থেকেই। উইলিয়ামসনের চোট নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘কেন (উইলিয়ামসন) ভালোভাবেই এগোচ্ছে। তবে আমি শুরুতেই বলেছিলাম, সম্ভবত বড় সময়ের জন্য ছিটকে পড়তে যাচ্ছে সে। গতবার...এটা ছিল আট কিংবা নয় সপ্তাহ। আমার মনে হয়, এবারও এতটা সময়ই বাইরে থাকতে হবে তাকে।’ 

বাংলাদেশের বিপক্ষে যে উইলিয়ামসনের খেলা হচ্ছে না সেটা স্টিডের এই কথা থেকে পরিষ্কার, ‘উইলিয়ামসনের কনুইয়ে অস্ত্রোপচার লাগবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তবে ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে নিয়মিত অধিনায়ককে পাওয়া যাবে, সেটাও বলা যাচ্ছে না।’ 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ