হোম > খেলা > ক্রিকেট

বাবরদের ২০ শতাংশ বেতন বাড়ানোর দাবি

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের( পিসিবি) দায়িত্ব নেওয়ার পর থেকে আমূল পরিবর্তন এসেছে পাকিস্তানের ক্রিকেটে। গত এপ্রিলে অস্ট্রেলিয়া সফর থেকেই ২০০ কোটি আয় করেছিল পিসিবি। শুধু মাঠের বাইরে নয় বাবর আজমরা মাঠের ক্রিকেটেও দারুণ সাফল্য এনে দিচ্ছে। 

এবার তাই  পিসিবির কেন্দ্রীয় চুক্তির বিষয়টি চূড়ান্ত করার বৈঠকে সামনে এসেছে ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়টি। যেখানে অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলায়েন মুসতাক দুজনই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ২০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে। 

অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তটি পিসিবির কর্তাদের উপর নির্ভর করছে। তবে যেহেতু তাদের বোর্ড ২০২২-২৩ বছরের জন্য বার্ষিক বাজেট বরাদ্দ শুরু করেছে তাই  খেলোয়াড়দের কাছ থেকে তাদের প্রত্যশার বিষয়টি জেনে নিচ্ছে। বৈঠকে বেতন বৃদ্ধির পাশাপাশি, চূড়ান্ত কেন্দ্রীয় চুক্তি, বেতনের জন্য সার্বিক বাজেট বরাদ্দসহ আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

একইসঙ্গে পিসিবি ঘরোয়া কেন্দ্রীয় চুক্তিগুলোও সংশোধন করতে চাচ্ছে। বাজেট, শ্রেণীবিভাগ, মাসিক বৃদ্ধি এবং ঘরোয়া চুক্তিতে খেলোয়াড়ের সংখ্যা বোর্ড থেকে মূল্যায়ন করা হবে এবং সবশেষ  একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা