হোম > খেলা > ক্রিকেট

সিনিয়ররা ফিরলে দলে সোহানের জায়গা অনিশ্চিত, বললেন পাপন

নতুন ব্র‍্যান্ডের ক্রিকেট খেলতে নতুন এক দল নিয়ে জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ। এই সফরের টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। সাকিব আল হাসানও আছেন ছুটিতে। তরুণদের নিয়ে গড়া টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। 

সোহান অধিনায়কত্ব করলেও নিয়মিত ক্রিকেটাররা ফিরলে একাদশে তাঁর জায়গা পাওয়া নিয়েই সন্দিহান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংক্ষিপ্ত সংস্করণে অবশ্য সোহানের ওপর আস্থা আছে বোর্ড সভাপতির। 

বার্মিংহাম থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সামনে জিম্বাবুয়ে সফরের দল নিয়ে কথা বলেছেন পাপন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টির জন্য সোহানকে  ফিট মনে হচ্ছে। কিন্তু একটা-দুটা ম্যাচ দেখে তো বোঝা যাবে না, সময়ই বলতে পারবে। তাই বলে ও (সোহান) একাদশে জায়গা পাবে কি না এটা কিন্তু আমরা জানি না, যখন সবাই দলে ফিরবে।’

সিনিয়রদের জায়গায় নতুন ক্রিকেটার তৈরি আছে কি না সেই পরীক্ষা করতেই সিনিয়রদের জিম্বাবুয়েতে পাঠানো হয়নি বলে জানান পাপন। এ নিয়ে বোর্ড সভাপতি  বলেন, ‘ব্যাপারটা খুবই সাধারণ। এই সিরিজে (জিম্বাবুয়েতে) পরীক্ষা-নিরীক্ষা করা হবে সেটা আগে থেকেই ঠিক করা ছিল। সাকিব এই দলে তো নেই কিন্তু সাকিব কি খেলবে না? সাকিব তো বিশ্বকাপ খেলবেই। এখানে আরও অনেক সিনিয়র খেলোয়াড় মুশফিক আছে, রিয়াদ আছে। কাউকে বাদ দেওয়া হয়নি।’

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’