হোম > খেলা > ক্রিকেট

হাফিজের পদত্যাগে ‘হাই প্রোফাইল’ কমিটিতে রইলেন শুধু মিসবাহ

সাবেক তিন অধিনায়ককে নিয়ে গত মাসে টেকনিক্যাল কমিটি গঠন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মিসবাহ-উল-হক, ইমজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজকে নিয়ে গড়া কমিটিটি ‘হাই প্রোফাইল’ হিসেবে পরিচিত ছিল। তবে কিছুদিন পরেই ইমজামাম পাকিস্তানের প্রধান নির্বাচক হলে ভেঙে যায় কমিটি। 

ইমজামামের বিকল্প ঘোষণা করার আগে এবার খালি হয়েছে আরেকটি পদ। গতকাল কমিটি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ হাফিজ। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের সাবেক ওপেনার। তবে কী কারণে পদত্যাগ করেছেন তা অবশ্য জানাননি তিনি। 

হাফিজ লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এত দিন সাম্মানিক সদস্য হিসেবে কাজ করেছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য জাকা আশরাফকে ধন্যবাদ দিতে চাই। জাকা আশরাফ পাকিস্তান ক্রিকেটের জন্য সৎ পরামর্শ চাইলে সহায়তা করতে প্রস্তুত আছি। পাকিস্তান ক্রিকেটের জন্য সব সময় শুভকামনা।’ 

অথচ রাতে পদত্যাগ করার আগে পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফসহ অন্যদের সঙ্গে হাফিজও ছিলেন সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানের রিভিউ বৈঠকে। কিন্তু বৈঠক শেষে কয়েক ঘণ্টা পরেই পদত্যাগ করার ঘোষণা দেন তিনি। এতে করে দুই সঙ্গী চলে যাওয়ায় একাকী টেকনিক্যাল কমিটিতে রয়ে গেলেন প্রধান মিসবাহ।

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি