হোম > খেলা > ক্রিকেট

লিটন-সাকিবের ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টস জিতে আগে ব্যাটিং করে বড় সংগ্রহই দাঁড় করিয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। লিটন দাস ও সাকিব আল হাসানের ফিফটিতে এই লক্ষ্য দেয় বাংলাদেশ। 

তিনে নেমে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন লিটন। ৪৩ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। তৃতীয় উইকেটে সাকিবের সঙ্গে ৫৫ বলে ৮৮ রানের জুটি গড়েন লিটন। লিটনের বিদায়ের পর আফিফকে নিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন সাকিব। ৪২ বলে ৬৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ১০৪ টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে এটি সাকিবের ১২তম ফিফটি। 

লিটন-সাকিব ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মতো রান করতে পারেননি আর কেউই। কোনো রান না করেই আউট হন ইয়াসির আলী রাব্বি। ১০ বলে ১১ রান করে শেষ ওভারে রানআউট হন আফিফ হোসেন। শেষ ওভারে মাত্র ৩ রান তুলতে পারে বাংলাদেশ।   

এর আগে ওপেনিংয়ে আরেকবার পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। এবার নাজমুল হোসেন শান্তর সঙ্গে ইনিংসের উদ্বোধন করেন সৌম্য সরকার। দলীয় ৭ রানেই ভাঙে এই জুটি। ৪ রান করে নাসিম শাহর বলে শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। ইনিংস জমাতে পারেননি শান্তও। ১৫ বলে ১২ রান করে মোহাম্মদ ওয়াসিম জুনিয়য়ের বলে আউট হন তিনি।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি