ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত ১০ বছরে কত কিছুই বদলে গেছে বদলায়নি শুধু মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচ ভাগ্য। আইপিএলে শেষ দশ বছরে প্রতি মৌসুমেই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে মুম্বাইয়ের দলটি। অবস্থা এমন পর্যায়ে গেছে যেন প্রথম ম্যাচ হার তাদের নিয়তি নির্ধারিত! এটাকে রীতিমতো শিল্পে রূপ দিয়েছে মুম্বাই।
আইপিএলের ১৫তম আসরের দ্বিতীয় দিনে গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই। আগের নয় আসরের ধারাবাহিকতা ধরে রেখে এবারও তারা শুরুটা করেছে হার দিয়ে। দিল্লির কাছে রোহিত শর্মার দলের হার ৪ উইকেটে। এই হারে গত ১০ বছরে নিজেদের প্রথম ম্যাচে হারের বৃত্ত ভাঙতে পারল না মুম্বাই।
এর শুরুটা হয়েছিল ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার দিয়ে। সে বছর শেষ পর্যন্ত অবশ্য তারাই শিরোপা জিতেছিল। যেটি ছিল তাদের প্রথম আইপিএল শিরোপা। এরপর আরও চারবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। অথচ এর আগের চার আসরে জয় দিয়ে মৌসুম শুরু করেও সুবিধা করতে পারেনি মুম্বাই। এরপর থেকে প্রতিবার হার দিয়ে মৌসুম শুরু করেছে মুম্বাই।
গত রাতে দিল্লির কাছে হারের সঙ্গে আরেকটি দুঃসংবাদ পেয়েছে মুম্বাই। মন্থর ওভার রেটের কারণে শাস্তির খড়্গ নেমে এসেছে অধিনায়ক রোহিত শর্মার ওপর। তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।