হোম > খেলা > ক্রিকেট

হাথুরুকে কি শোকজ করবে বিসিবি, পাপনের ব্যাখ্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সম্প্রতি বিরূপ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তাঁর দাবি, বাংলাদেশে উপযুক্ত কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সেই সাক্ষাৎকারে লঙ্কান কোচ বলেন, ‘যখন আমি বিপিএল দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। এমনকি কিছু খেলোয়াড় কোনো মানেরই নয়।’

বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় হাথুরুর বিপিএল নিয়ে এমন বিরূপ মন্তব্যের কারণে তাঁকে শোকজ করবে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। আজ ‘বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর ২০২৪, এমটি-১০০’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাথুরুর মন্তব্যের প্রসঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমি এখনই বিসিবি যাচ্ছি। আগে এটা নিয়ে বসি, দেখি। কেন, কখন, কী বলেছে সেটা না জেনে আগে কিছু বলতে পারব না। প্রথম কথা যেটা আপনাদের বলা দরকার, আমি এটা (সাক্ষাৎকার) এখন পর্যন্ত দেখিনি। দ্বিতীয় কথা, একটা জিনিস স্পষ্ট, একটা টুর্নামেন্ট চলাকালে এমন কথা কারও পক্ষেই বলা সম্ভব না, পূর্ব অনুমতি ছাড়া। কোনো প্রকার ক্ষমতা ছাড়া। বিশেষ করে এই ধরনের (জায়গায়) যারা আছেন, কোচ, সিলেক্টর বা খেলোয়াড়, তাদের সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি আছে যে তারা মিডিয়াতে কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।’

বিসিবির একজন চাকরিজীবী হয়ে বিপিএল নিয়ে এমন মন্তব্যে হাথুরুর নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন পাপন। তিনি আরও বলেন, ‘একজন বিদেশি কোচ আমাদের ক্রিকেট বোর্ডের চাকরিজীবী। গঠনমূলক সমালোচনা আমাদের গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গা থেকে করতে পারে। কিন্তু আমি চাকরি করি বিসিবিতে, আবার বিদেশি কোচ। তখন বলছি যে, বিপিএলের এত বাজে অবস্থা টিভি বন্ধ করে দিচ্ছি। এটা তার কোড অব কনডাক্ট বা ইথিকসে পড়ে কি না?’

হাথুরুর বিষয়টি বেশ আমলেই নিয়েছেন পাপন। এমনকি এ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনে শোকজ করা হবে বলেও জানালেন যুব ও ক্রীড়া মন্ত্রী, ‘আহতই হওয়ার কথা। আগে দেখতে হবে সে নিয়মভঙ্গ করেছে কিনা। সে যেই হোক। এমন হলে আমাদের যে নিয়ম আছে সেই নিয়মে ব্যবস্থা নেওয়ার কথা। দ্বিতীয়ত, সে এমন কিছু বলেছে কিনা যেটা কিনা বাংলাদেশের ক্রিকেটের জন্য...হতে পারে সেটা ঘরোয়া ক্রিকেট, বিপিএল কিংবা খেলোয়াড়ের জন্য নেতিবাচক বার্তা বহন করে। এমন হলে তাহলে অবশ্যই তাঁকে জিজ্ঞেস করা হবে। তাঁকে এ নিয়ে অবশ্যই শোকজ করা হবে।’

গতকাল প্রকাশিত ক্রিকইনফোকে দেওয়া সেই সাক্ষাৎকারে হাথুরু বলেছিলেন, ‘আমাদের (বাংলাদেশ) উপযুক্ত কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই, এটা খুবই অদ্ভুত শোনাচ্ছে। যখন আমি বিপিএল দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। এমনকি কিছু খেলোয়াড় কোনো মানেরই নয়।’

আইপিএলের দলের মালিকের ‘নাক গলানো’ পছন্দ করছেন না ভারতের কোচ

সাকিব এই ভালো, এই খারাপ

জাকেরের ‘জোর করে লেগে মারতে যাওয়া’র ব্যাখ্যায় কী বললেন আশরাফুল

বিয়ে ভাঙার পর মুখ খুললেন স্মৃতি মান্ধানা

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

জাকিরের সেঞ্চুরিতে শিরোপার সুবাস পাচ্ছে সিলেট

পাকিস্তানকে উড়িয়ে দিলেন বাংলাদেশের মেয়েরা

‘কে বলেছে কোহলি ১০০ সেঞ্চুরি করতে পারবে না’

গোলাপি বলের টেস্টেও ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

আমিরাতের লিগে খেলার আগে দোয়া চাইলেন তাসকিন