হোম > খেলা > ক্রিকেট

পেছালেন সাকিব, এগোলেন সোহান-শান্ত

এক সপ্তাহের ব্যবধানে আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে উন্নতি অবনতি দেখলেন সাকিব আল হাসান। অ্যান্টিগা টেস্টের পর র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করা সাকিব সেন্ট লুসিয়া টেস্টের পর এক ধাপ নিচে নেমে গেছেন। ৩২৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান এখন তিনে।

টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের পেছানোর দিনে টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন  নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। দুই টেস্টেই দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া সোহান ১৪ ধাপ এগিয়ে ৮৪ নম্বরে এসেছেন। শান্ত ১১ ধাপ এগিয়ে রয়েছেন ৮৮ নম্বরে।

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ ৭ উইকেটে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। দুই ইনিংসেই ফিফটি করে আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চার থেকে দুইয়ে এসেছিলেন সাকিব। কিন্তু সেন্ট লুসিয়া টেস্টে ব্যাটিং, বোলিং কোনো বিভাগেই সুবিধা করতে পারেননি। দুই ইনিংসেই বল হাতে ছিলেন উইকেটশূন্য।  আর ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ২৪ রান। এমন পারফরম্যান্সের পর এবার টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই থেকে তিনে নেমে গেছেন।

সাকিব ৩ নম্বরে নেমে যাওয়ায় দুয়ে উঠে এসেছেন ভারতের অফ স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের রেটিং পয়েন্ট ৩৪১। আর আগে থেকে এক নম্বরে থাকা রবিন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৩৮৫।

বৃষ্টিতে ভেসে গেল রিশাদদের ম্যাচ

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’