হোম > খেলা > ক্রিকেট

ইফতিখার-শাদাবের জুটিতে লড়াকু পুঁজি পাকিস্তানের

প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয়ের পরের দুই ম্যাচে হার—হঠাৎ মুদ্রার উল্টো পিঠ দেখা পাকিস্তানের জন্য এখন প্রতিটি ম্যাচই ‘বাঁচামরা’র। নয়তো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্নটা বিসর্জন দিতে হবে! সেই লক্ষ্যে চেন্নাইয়ে আজ আফগানিস্তানকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছিল। ওপেনিং জুটি ভাঙে ৫৬ রানে, ইমাম-উল-হকের (১৭) রানের বিদায়ে। এরপর অধিনায়ক বাবর আজমকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন আরেক ওপেনার আবদুল্লাহ শফিক। তার আগে এক ছক্কায় পাকিস্তানের ১৬ মাস ও ১৩৬২ বলের খরাও কাটান তিনি। পাওয়ার প্লেতে এই সময় পর ছক্কা মারতে পারল পাকিস্তান। 

শফিক-বাবরের ছোটার পথে বাধা হয়ে দাঁড়ান নুর আহমেদ। ব্যক্তিগত ৫৮ রানে আফগান স্পিনারের এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। দলের স্কোরবোর্ডে রান তখন ১১০, তার সঙ্গে আর ১০ রান যোগ হতেই নুরের আরেকটি আঘাত। এবার ফেরেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান (৮)। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করা বাবরকেও ফেরান তিনি। 

তার আগে দলের প্রয়োজনীয় মুহূর্তে ইনিংস বড় করতে পারেননি সৌদ শাকিল (২৫)। বাবর ফেরার আগে শাকিল ও শাদাব খানের সঙ্গে করেন সমান ৪৩ রানের জুটি। পাকিস্তান ৭ উইকেটে ২৮২ রানের লড়াকু পুঁজি পায় শাদাবের সঙ্গে ইফতিখার আহমেদের ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ৭৩ রানের জুটিতে। নাভিন-উল-হককে উইকেট দেওয়ার আগে দুজনই করেছেন সমান ৪০ রান। ৩ রানে অপরাজিত ছিলেন শাহিন শাহ আফ্রিদি। 

ওয়ানডেতে এর আগে কখনো পাকিস্তানকে হারাতে পারেনি আফগানিস্তান। আগের ৭ বারের দেখায় প্রত্যেকবার হেসেছে পাকিস্তান। তবে ইংল্যান্ডকে হারিয়ে এই বিশ্বকাপে চমকে দেওয়া রশিদ খানরা কি আরেকটি অঘটন ঘটাতে পারবে?

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত