হোম > খেলা > ক্রিকেট

‘আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি, কেউ পারফর্ম করতে পারিনি’

চট্টগ্রাম টেস্টের প্রথম দুই দিনে নির্বিষ বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও একের পর পর ভুল করেছে বাংলাদেশ। ব্যর্থতার চিত্রটা দেখা গেল স্বাগতিকদের ব্যাটিংয়েও। চট্টগ্রামের চিরায়ত ব্যাটিং-বান্ধব উইকেটে শ্রীলঙ্কা যেখানে করল প্রথম ইনিংসে ৫৩১, সেখানে স্বাগতিকেরা অলআউট ১৭৮ রানে!

সিরিজের প্রথম টেস্টেরই যেন পুনরাবৃত্তি চট্টগ্রামে। সিলেটে লঙ্কান পেসারদের সামনে নাজমুল হোসেন শান্তরা দাঁড়াতেই পারেননি। তার জন্য হালকা ঘাসের উইকেটকে না হয় দোষ দেওয়া যায়। কিন্তু চট্টগ্রামে! ব্যর্থতার এই দায়টা কাকে দেবেন? দায়টা অবশ্য পুরো দলের ঘাড়েই দিলেন জাকির হাসান, ‘আসলে কারণটা আর কী বলব, আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। কেউ সম্ভাবনা অনুযায়ী পারফর্ম করতে পারি নাই।’

নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে গতকাল তৃতীয় দিন শুরু করেছিলেন জাকির। তাঁর ৫৪ রানের ইনিংসটি যা একটু উল্লেখ করার মতন, সঙ্গে মুমিনুল হকের ৩৩ রানের লড়াই। বাকিরা এলেন আর গেলেন। দুঃসময়ে ঢাল হতে পারেননি সাকিব আল হাসানও। এমন ব্যর্থতার পেছনে কি তবে পরিকল্পনার অভাব ছিল? এ নিয়ে জাকিরের উত্তর, ‘আমাদের যে কাজটা করার সেটা করতে পারিনি। আসলে ওই পরিকল্পনা থাকে মনে...মানে প্রথম পরিকল্পনাটা যদি কাজে লাগাতে পারি তখন ওই পরিকল্পনাটা করা উচিত।’

টানা দুই টেস্টে ব্যাটিং ব্যর্থতা। ঘাটতিটা কোথায় সেটি যেন এখনো খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। আজ তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে জাকিরও এ নিয়ে প্রশ্নের বলটা ঠেলে দিলেন কোচদের দিকে, ‘আসলে সবার যে জিনিসটা সেটা আমি বলতে পারব না। কোচ বা যারা আছেন তারা বলতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে, শট নির্বাচনে একটু সতর্ক হলে ভালো।’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত