হোম > খেলা > ক্রিকেট

ভারতের কাছে পাত্তাই পেলেন না বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়া, বোলাররা দ্রুত উইকেট তুলে নিতে না পারার ফল ঠিকই পেলেন বাংলাদেশের মেয়েরা। মিরপুরে ভারতের মেয়েদের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেন নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশের দেওয়া ১১৫ রানের লক্ষ্য ৭ উইকেট ও ২২ বল হাতে রেখে জিতেছে ভারত। 

ছোট লক্ষ্য হলেও শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল বাংলাদেশের। প্রথম ওভারে মারুফা আক্তার তুলে নেন শেফালি ভার্মার উইকেট। দ্বিতীয় উইকেটও বেশিক্ষণ স্থায়ী হয়নি। জেমিমা রদ্রিগেজকে সরাসরি বোল্ড করেন সুলতানা খাতুন। ১৪ বলে ২১ রান করেন জেমিমা। 

২১ রানের মধ্যে ২ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ায় তৃতীয় উইকেট জুটিতে। ওপেনার স্মৃতি মান্ধানার সঙ্গে ৭০ রানের জুটি গড়েন অধিনায়ক হারমানপ্রীত কৌর। সুলতানা খাতুনের বলে স্টাম্পড হয়ে স্মৃতি ৩৮ রানে ফিরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন ভারতীয় অধিনায়ক। এর আগে টস হেরে আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান করে বাংলাদেশের মেয়েরা। 

অভিষিক্ত সাথী রানির সঙ্গে শামীমা সুলতানার ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় ২৭ রান। ১৩ বলে ১৭ রান করে আউট হন শামীমা। তাঁর ইনিংসে ২ চার ও ১ ছক্কা। দলীয় ৫২ রানে পূজা ভাসতেকারের বলে বোল্ড হন আরেক ওপেনার সাথী। ২৬ বলে ৪ চারে ২২ রান করেন সাথী। 

দুই ওপেনারের আউটের পর বাংলাদেশের রানের গতি ধীর হয়ে আসে। এর মধ্যে রান আউট হয়ে ফেরেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে ২ রানে রান আউট হন জ্যোতি। সুবহানের ইনিংসটাও ছিল ধীর গতির। ৩৩ বলে ২৩ রান করেছেন তিনি। বাংলাদেশের রানটা ভদ্রস্থ চেহারা পেয়েছে স্বর্না আক্তারের ২৮ রানের ইনিংসে। শেষদিকে ২৮ বলে ২ ছক্কায় এই রান করেন স্বর্না। তাঁকে সঙ্গ দেন রিতু মনি। ১৩ বলে ১১ রান করে রান আউট হয়েছেন তিনি। যদিও এই সংগ্রহ শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি।

বিপিএল থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে