হোম > খেলা > ক্রিকেট

দ্বিতীয় সুপার ওভারে জিতল ভারত

৪২৪ রানের ম্যাচ টাই, সুপার ওভারেও দুই দলের রান সমান ১৭। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটির নিষ্পত্তি হলো তাই দ্বিতীয় সুপার ওভারে। জিতেছে ভারত। দ্বিতীয় সুপার ওভারে ভারতের ১১ রানের জবাবে আফগানরা তুলতে পারে মাত্র ১ রান।

২২ রানেই গায়েব ৪ উইকেট—সেখান থেকেই দলকে টেনে তুলতে হার না মানা ১২১ রান করেছেন রোহিত শর্মা। তাঁকে সঙ্গ দিয়েছিলেন রিঙ্কু সিং। ৩৯ বলে করেছেন ৬৯*। দুজনে তোলেন ১৯০ রান; যা পঞ্চম উইকেটে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। যার সুবাদেই আর কোনো উইকেট না হারিয়ে গতকাল বেঙ্গালুরুতে ভারত তোলে ২১২ রান।

শুধু জুটিতেই নয়, রোহিত শর্মা রেকর্ড গড়েছেন আরও কয়েকটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরি (৫) তাঁর, অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানও (১,৬৪৭) তাঁর। আর গতকালের ম্যাচে জয় অধিনায়ক হিসেবে এই সংস্করণে তাঁর ৪২তম, যা ভারতের পক্ষে সর্বোচ্চ।

বড় স্কোর তাড়া করতে এসে হিসাব করেই ব্যাট করেছে আফগানরা। প্রথম ১০ ওভারে ৮৫ রান তুললেও কোনো উইকেট হারায়নি তারা। প্রথম তিন ব্যাটার—গুরবাজ (৫০), ইব্রাহিম জাদরান (৫০) ও গুলবাদিন নাঈব (৫৫*) ফিফটি করেছেন। তবে ম্যাচ টাই করতে ভূমিকা ছিল মোহাম্মদ নবীর ১৬ বলে ৩৬ রানেরও।

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা