হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের বিসিএলে নাহিদার ৭ উইকেট

আজকের পত্রিকা ডেস্ক­

মধ্যাঞ্চলের হয়ে দারুন বোলিং করেছেন নাহিদা। ফাইল ছবি

রাজশাহীতে চলমান তিন দিনের প্রথম নারী বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম দিনে ছিল বোলারদের দাপট। মধ্যাঞ্চলের স্পিনার নাহিদা আক্তার তাঁর দূর্বোধ্য ঘূর্ণি বোলিংয়ে উত্তরাঞ্চলের ৭ উইকেট তুলে নিলেও ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা। একই দিনে পূর্বাঞ্চল ১৯৩ রানে অলআউট হয়েছে দক্ষিণাঞ্চলের বিপক্ষে।

সকালে বাংলা ট্র্যাক একাডেমি মাঠে দক্ষিণাঞ্চলের আমন্ত্রণে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের শুরুটা মোটেও ভালো হয়নি। রান জমানোর আগেই উইকেট হারানো দলটি এক পর্যায়ে ৫৭ রানে ৫ উইকেট খুইয়ে বসে। শারমিন আক্তার সুপ্তা এবং ফাহিমা খাতুন ৯০ রানের একটি জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন।

সুপ্তা ৭০ বলে ৫০ রান করেন, কিন্তু ৮৮ রানে রোমানা আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। এরপর শরিফা খাতুন, ফাহিমা খাতুনসহ অন্যান্য ব্যাটাররা ইনিংস বড় করার আগেই ফিরে যান এবং ৫৯.৪ ওভারে দুইশো রান পার করার আগেই গুটিয়ে যায় পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের হয়ে সুলতানা খাতুন সর্বোচ্চ ৩ উইকেট পান।

দিন শেষে, দক্ষিণাঞ্চল ৮৮* রানে অপরাজিত থাকা আয়শা রহমানের দারুণ ফিফটির কল্যাণে ১৬৪ রান সংগ্রহ করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে। ঝিলিক ৫৮ বলে ৩৮ রান করেন।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে ১ উইকেট হাতে রেখে ২৪০ রানে ইনিংস ঘোষণা করেছে উত্তরাঞ্চল। ফারজানা হক পিংকি (৮৮) এবং রিতু মনি (৫৭) দলের হয়ে ফিফটি করেন। পিংকি এবং রিতু মনির ৯৯ রানের একটি জুটি বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিল মধ্যাঞ্চলকে, কিন্তু রিতু মনির বিদায়ে তা থেমে যায়। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল।

মধ্যাঞ্চলের নাহিদা আক্তার ৪৮ রানে ৭ উইকেট তুলে নেন। দিন শেষে, মধ্যাঞ্চল বিনা উইকেটে ২৯ রান তুলেছে।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ