হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের বিসিএলে নাহিদার ৭ উইকেট

আজকের পত্রিকা ডেস্ক­

মধ্যাঞ্চলের হয়ে দারুন বোলিং করেছেন নাহিদা। ফাইল ছবি

রাজশাহীতে চলমান তিন দিনের প্রথম নারী বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম দিনে ছিল বোলারদের দাপট। মধ্যাঞ্চলের স্পিনার নাহিদা আক্তার তাঁর দূর্বোধ্য ঘূর্ণি বোলিংয়ে উত্তরাঞ্চলের ৭ উইকেট তুলে নিলেও ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা। একই দিনে পূর্বাঞ্চল ১৯৩ রানে অলআউট হয়েছে দক্ষিণাঞ্চলের বিপক্ষে।

সকালে বাংলা ট্র্যাক একাডেমি মাঠে দক্ষিণাঞ্চলের আমন্ত্রণে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের শুরুটা মোটেও ভালো হয়নি। রান জমানোর আগেই উইকেট হারানো দলটি এক পর্যায়ে ৫৭ রানে ৫ উইকেট খুইয়ে বসে। শারমিন আক্তার সুপ্তা এবং ফাহিমা খাতুন ৯০ রানের একটি জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন।

সুপ্তা ৭০ বলে ৫০ রান করেন, কিন্তু ৮৮ রানে রোমানা আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। এরপর শরিফা খাতুন, ফাহিমা খাতুনসহ অন্যান্য ব্যাটাররা ইনিংস বড় করার আগেই ফিরে যান এবং ৫৯.৪ ওভারে দুইশো রান পার করার আগেই গুটিয়ে যায় পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের হয়ে সুলতানা খাতুন সর্বোচ্চ ৩ উইকেট পান।

দিন শেষে, দক্ষিণাঞ্চল ৮৮* রানে অপরাজিত থাকা আয়শা রহমানের দারুণ ফিফটির কল্যাণে ১৬৪ রান সংগ্রহ করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে। ঝিলিক ৫৮ বলে ৩৮ রান করেন।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে ১ উইকেট হাতে রেখে ২৪০ রানে ইনিংস ঘোষণা করেছে উত্তরাঞ্চল। ফারজানা হক পিংকি (৮৮) এবং রিতু মনি (৫৭) দলের হয়ে ফিফটি করেন। পিংকি এবং রিতু মনির ৯৯ রানের একটি জুটি বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিল মধ্যাঞ্চলকে, কিন্তু রিতু মনির বিদায়ে তা থেমে যায়। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল।

মধ্যাঞ্চলের নাহিদা আক্তার ৪৮ রানে ৭ উইকেট তুলে নেন। দিন শেষে, মধ্যাঞ্চল বিনা উইকেটে ২৯ রান তুলেছে।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন