হোম > খেলা > ক্রিকেট

লিটনদের ‘ফাইনাল’ ম্যাচ দিনের আলোয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি আগামীকাল। ছবি: ক্রিকইনফো

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি বাংলাদেশ খেলেছে ফ্লাডলাইটের আলোয়। কাল ফাইনালে রূপ নেওয়া ম্যাচটি অবশ্য হচ্ছে দিনের আলোয়। আইরিশদের ফ্লাইট মেলাতে শেষ ম্যাচের সময় এগোলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ একাধিক ম্যাচ খেলবে দিনের আলোয়। সেটি ভাবনায় রেখেই কাল দিনে টি-টোয়েন্টি খেলতে নামবেন লিটনরা। বেলা ২টায় শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি।

সিরিজের প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারী। শামীমকে না নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল ও অধিনায়ক লিটন দাস দাঁড়ান মুখোমুখি অবস্থানে। প্রধান নির্বাচকের পূর্বঘোষণা অনুযায়ী, তৃতীয় টি-টোয়েন্টির দলে জায়গা হয়েছে শামীমের। তাঁর অন্তর্ভুক্তি ছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই। তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের দলটা এখন ১৬ সদস্যের। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশের জার্সিতে আর খেলার সুযোগ পাননি শামীম।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। গত পরশু সমতায় ফেরেন লিটনরা। কাল একই মাঠে অলিখিত ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল

লিটন দাস ( অধিনায়ক ও উইকেটরক্ষক ) , সাইফ হাসান , তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন , তাওহীদ হৃদয় , জাকের আলী অনিক , নুরুল হাসান সোহান , মাহিদুল ইসলাম অঙ্কন , শেখ মেহেদী হাসন , রিশাদ হোসেন , নাসুম আহমেদ , মোস্তাফিজুর রহমান , তানজিম হাসান সাকিব , শরীফুল ইসলাম , মোহাম্মদ সাইফউদ্দিন , শামীম হোসেন পাটোয়ারী ।

১৩ দিনেই শেষ ৪ টেস্ট, অস্ট্রেলিয়ার ক্ষতি ২০৫ কোটি

১৩ দিনেই শেষ ৪ টেস্ট, অস্ট্রেলিয়ার ক্ষতি ২০৫ কোটি

বিপিএল খেলেই পাকিস্তানে পরিচিত পেয়েছেন নাফি

শান্ত এবার ‘জবাব’ দিচ্ছে, বলছেন রাজশাহীর কোচ

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরীফুল, এখন কী অবস্থা

‘মোস্তাফিজ খুবই আন্ডাররেটেড’

বিদেশের লিগে বাংলাদেশের আরও ক্রিকেটার চান মোস্তাফিজ

চমক দেখিয়ে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

সিলেটের কাছে নোয়াখালী কোথায় হারল, অঙ্কনের ব্যাখ্যা

সাঙ্গাকারার টোটকাতেই সাকিবের বাজিমাত