হোম > খেলা > ক্রিকেট

দুর্দান্ত শুরুর পর ফিরলেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বিশ্বকাপে ভালো অবদান রাখতে পারেনি বাংলাদেশের দলের টপ অর্ডার। ওপেনিং থেকে অন্তত ৫০ রানের জুটি এসেছিল মাত্র একটি। তবে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ দল। দুই ওপেনার—লিটন দাস ও তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে (পাওয়ার প্লেতে) ৬২ রান তুলেছে তারা। 

তবে ১২তম ওভারে তানজিদ তামিমকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দিয়েছেন পেসার শন অ্যাবট। ৭৬ রানে তাতে ভাঙে লিটন ও তামিমের ওপেনিং জুটি। ৩৪ বলে ৩৬ রান করেছেন তামিম। ৬টি চার মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। 

৩১ রানে অপরাজিত আছেন লিটন। তাঁর সঙ্গে ৬ রানে ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৮৩ রান। ওভারপ্রতি তাদের রান উঠেছে ৬.৯১ হারে। 

চোটে পড়ায় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। এই ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশে এনেছে তিন পরিবর্তন। সাকিব আগেই ছিটকে গেছেন। একই সঙ্গে দুই পেসার—তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম বাদ পড়েছেন গত ম্যাচের একাদশ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান।

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন