হোম > খেলা > ক্রিকেট

লাবুশেন-হেডের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

সেঞ্চুরি করা এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন মারনাস লাবুশেন। অ্যাডিলেডে আজ শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন লাবুশেন। লাবুশেনের সঙ্গে সেঞ্চুরির দেখা পেয়েছেন ট্রাভিস হেডও। লাবুশেন-হেডের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়া শেষ করেছে ৩ উইকেটে ৩৩০ রানে।

অ্যাডিলেডে এই টেস্টে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করছেন স্টিভ স্মিথ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্মিথ। দলীয় ৩৪ রানে ভেঙে যায় অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। নবম ওভারের শেষ বলে ডেভিড ওয়ার্নারকে ফেরান আলজারি জোসেফ। ওয়ার্নারের পরে উইকেটে আসেন লাবুশেন। দ্বিতীয় উইকেটে উসমান খাজার সঙ্গে লাবুশেন করেন ৯৫ রানের জুটি। ৬২ রান করা খাজার উইকেট নেন ডেভন থমাস। টেস্ট ক্যারিয়ারের ১৯ তম ফিফটি তুলে নেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।

খাজার বিদায়ের পর উইকেটে আসেন স্মিথ। তবে এই ম্যাচে স্মিথ রানের খাতা খুলতেই পারেননি। অস্ট্রেলিয়ার অধিনায়কের উইকেট নেন জেসন হোল্ডার। তাতে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৩১ রান। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামেন হেড। লাবুশেন-হেড চতুর্থ উইকেটে ১৯৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে প্রথম দিনের খেলা শেষ করেন। লাবুশেন পেয়েছেন দশম টেস্ট সেঞ্চুরি। টানা ৩ ইনিংসে সেঞ্চুরি পেলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। আর হেড সাদা পোশাকে পেয়েছেন পঞ্চম সেঞ্চুরি। ১২০ রান করে অপরাজিত আছেন লাবুশেন। হেড অপরাজিত আছেন ১১৪ রান করে।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ