হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সফরের আগে দুঃসংবাদ দক্ষিণ আফ্রিকা দলে

বাংলাদেশ সফরে আসার আগেই বড় দুঃসংবাদ শুনল দক্ষিণ আফ্রিকা। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন না প্রোটিয়াদের নিয়মিত টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। আজ খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। 

বাভুমাকে নিয়ে আগেই শঙ্কা ছিল প্রোটিয়াদের। বাম হাতের বাহুর মাংস পেশির চোটে ভুগছেন তিনি। তবে শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে খেলা না হলেও তাঁকে নিয়েও বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। তাঁর অনুপস্থিতিতে এই টেস্টে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। বাভুমার বিকল্প হিসেবে প্রোটিয়াদের টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন ‘বেবি এবি’ নামে পরিচিত ডেওয়াল্ড ব্রেভিস। 

সফরকারীদের হালনাগাদ করা ১৬ সদস্যেদের দলে নেই পেসার নান্দ্রে বার্গার। তাঁর বিকল্প হিসেবে নেওয়া হয়েছে লুঙ্গি এনগিডিকে। বার্গার বাংলাদেশ সফর হাতছাড়া করছেন মেরুদণ্ডের চোটের কারণে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্টার্ন প্রভিন্সের মেডিকেল দলের সঙ্গে পুনর্বাসন কাটাবেন। 

বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়ারা সিরিজের প্রথম টেস্ট খেলবে ২১ অক্টোবর থেকে। তার আগে প্রিটোরিয়ায় ১২ থেকে ১৪ অক্টোবর একটি লাল বলের ক্যাম্প করবে তারা। 

হালনাগাদ স্কোয়াড: টেম্বা বাভুমা (প্রথম টেস্টে নেই), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিডি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা