হোম > খেলা > ক্রিকেট

সুন্দর লাগছে, ওয়াও ফিলিংস, অধিনায়ক হয়ে নাসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম সংস্করণ শুরু হচ্ছে আগামীকাল। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচনে উপস্থিত হয়েছেন অধিনায়কেরা। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া বাকি ছয়ে দলের অধিনায়কই উপস্থিত ছিলেন।

অধিনায়কের নাম জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ঢাকা ডমিনেটরস ফ্র্যাঞ্চাইজি। তবে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নাসির হোসেনের উপস্থিতি দেখে বোঝা গেছে তিনিই নেতৃত্ব দেবেন ঢাকাকে। দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত নাসির। একটু মজা করেই বলেছেন, ‘আমার সুন্দর লাগছে, ওয়াও ফিলিংস, যেহেতু আমি অধিনায়ক।’

বিপিএলের গত আসরে চোটের কারণে খেলতে পারেননি নাসির হোসেন। এবার ঢাকা ডমিনেটরসের অধিনায়ক হয়েই ফিরেছেন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে।

দল গোছানো থেকে শুরু করে, এখন পর্যন্ত তেমন আলোচনায় নেই ঢাকা। বড় কোনো মুখ না থাকলেও নাসির আশাবাদী চ্যাম্পিয়ন হতে, ‘সবার মতো আমরাও চ্যাম্পিয়ন হতে চাই। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব। আমি এর আগেও অধিনায়কত্ব করেছি। প্রত্যেক টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ। এখানে ভালো করলে সামনের ক্যারিয়ারেও ভালো হবে। এটাই মনোযোগ থাকবে, সাথে দল যেন ভালো ফল করে।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ