ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন চরম উত্তেজনা। আর এবারের বিশ্বকাপে তো উত্তেজনা ছিল একদম শেষ পর্যন্ত। এই হাইভোল্টেজ ম্যাচ দেখার সময় মারা গেছেন এক সমর্থক।
রোববার মেলবোর্ন ক্রিকেট হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। এই দিন বিটু গোগোই নামে এক যুবক আসামের শিবসাগর শহরের ভাস্করজ্যোতি সিনেমা হলে হাইভোল্টেজ ম্যাচটা দেখছিলেন। সিনেমা হলে বড় পর্দায় বন্ধুদের সঙ্গে খেলা দেখছিলেন গোগোই। শেষ ওভারের খেলা দেখার সময় হৃদরোগে মারা যান গোগোই।
গোগোইয়ের মৃত্যু সম্পর্কে কথা বলেছেন তার বন্ধু নবজিত বরপাত্র গোহেইন। গোহেইন বলেন, ‘আমরা একসঙ্গে খেলা দেখছিলাম। শেষ ওভারে কোহলি ছক্কা মারার পর সে চিৎকার দিয়েছিল।
তৎক্ষণাৎ সে জ্ঞান হারিয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে। ১০ মিনিটের মধ্যে তাকে আমরা শিবসাগর সিভিল হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’
মেলবোর্নে রোববার আগে ব্যাটিং করা পাকিস্তান করে ৮ উইকেটে ১৫৯ রান। শেষ বলের রোমাঞ্চে ভারত জয়ী হয় ৪ উইকেটে।