বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় পেল আফগানিস্তান। নামিবিয়াকে ৬২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। অন্যদিকে সুপার টুয়েলভে নামিবিয়া নিজেদের প্রথম ম্যাচ জিতলেও আজ আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে জেরহার্ড এরাসমসের দল। আফগানিস্তানের পক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা আসগর আফগান করেছেন ২৩ বলে ৩১।
আফগানিস্তানের দেওয়া ১৬১ রানে লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ক্রেগ উইলিয়ামসের উইকেট হারায় নামিবিয়া। আরেক ওপেনার ফন লিনগেনও ফিরেছেন (১১) দ্রুতই। পাওয়ার প্লের শেষ ওভারে নিকোল লোফি-ইটনকে বোল্ড করেন গুলবাদিন নাঈব। প্রথম ৬ ওভারে ২৯ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে নামিবিয়া। এই চাপ থেকে ম্যাচের বাকি অংশে আর বেরোতে পারেনি এরাসমাসের দল।
রশিদ খান-হামিদ হাসানদের বোলিং তোপে এক শর আগেই থেমেছে নামিবিয়া। অল আউট না হওয়া নামিবিয়া ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৮ রান। হামিদ ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন পেসার নাবিন-উল-হকও। ৪ ওভারে ১৪ রান দেওয়া রশিদের শিকার ১ উইকেট। বাকি দুটি নাঈবের। নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ৩০ বলে ২৬ করেন ডেভিড ভিসে।
এর আগে টস জিতে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ও হজরতউল্লাহ জাজাই। পাওয়ার প্লের ৬ ওভারে এই দুজন তোলেন ৫০ রান। ৫৩ রানে জাজাই ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। শেহজাদ থামেন ৩৩ বলে ৪৫ করে। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসগর আফগান ফিরেন ২৩ বলে ৩১। শেষপর্যন্ত ৫ উইকেটে ১৬০ রান তোলে আফগানরা।