হোম > খেলা > ক্রিকেট

‘একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন’, রিয়াদকে মুশফিক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সংস্করণ থেকে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম। দীর্ঘদিনের সতীর্থের এমন ঘোষণার পর হৃদয় ভেঙেছে মাহমুদউল্লাহ রিয়াদের। ইনস্টাগ্রামে মুশফিকের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। রিয়াদের সেই পোস্টে ধন্যবাদ জানিয়েছেন মুশফিকও, একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন।

মুশফিকের বিদায় নিয়ে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা আমার জন্য হৃদয়বিদারক। তবে টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সুখকর অভিজ্ঞতা। যেকোনো সংস্করণে তোমার পরিশ্রম অনুকরণীয় হয়ে থাকবে।’

রিয়াদের সেই পোস্টের নিচে কমেন্ট বক্সে মুশফিক লিখেছেন, ‘সব সময় আমার পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন।’

মুশফিকের এমন বিদায়ে শুভকামনা জানিয়ে তামিম ইকবাল লিখেছেন, ‘১৫ বছর ২৭৭ দিনের টি–টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সবকিছুর জন্য অভিনন্দন আরও একবার। টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত