হোম > খেলা > ক্রিকেট

‘একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন’, রিয়াদকে মুশফিক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সংস্করণ থেকে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম। দীর্ঘদিনের সতীর্থের এমন ঘোষণার পর হৃদয় ভেঙেছে মাহমুদউল্লাহ রিয়াদের। ইনস্টাগ্রামে মুশফিকের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। রিয়াদের সেই পোস্টে ধন্যবাদ জানিয়েছেন মুশফিকও, একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন।

মুশফিকের বিদায় নিয়ে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা আমার জন্য হৃদয়বিদারক। তবে টি-টোয়েন্টিতে তোমার অর্জন ও ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সুখকর অভিজ্ঞতা। যেকোনো সংস্করণে তোমার পরিশ্রম অনুকরণীয় হয়ে থাকবে।’

রিয়াদের সেই পোস্টের নিচে কমেন্ট বক্সে মুশফিক লিখেছেন, ‘সব সময় আমার পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন।’

মুশফিকের এমন বিদায়ে শুভকামনা জানিয়ে তামিম ইকবাল লিখেছেন, ‘১৫ বছর ২৭৭ দিনের টি–টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সবকিছুর জন্য অভিনন্দন আরও একবার। টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড