হোম > খেলা > ক্রিকেট

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাহিদাই প্রথম বাংলাদেশি

বাংলাদেশের হয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। এবার আরেকটি জায়গায় প্রথম হলেন গত নভেম্বরের মাসসেরা ক্রিকেটার। 

ওয়ানডে বোলারের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নাহিদা। তাঁর আগে বাংলাদেশের আর কোনো বোলার শীর্ষ দশে জায়গা পায়নি। আগের সর্বোচ্চও তাঁরই ছিল। দুর্দান্ত বোলিংয়ের জন্য গত ডিসেম্বরে ১২ নম্বরে উঠেছিলেন বাঁহাতি স্পিনার। 

আজ আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ৪ ধাপ এগিয়েছেন নাহিদা। ৫৮৮ রেটিং পয়েন্টে এখন ১০ নম্বরে তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২ উইকেট নেওয়ার পুরস্কারই পেয়েছেন ২৪ বছর বয়সী স্পিনার। সেদিনের ২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে একটা রেকর্ডও গড়েছেন তিনি। সতীর্থ স্পিনার সালমা খাতুনকে (৫২) টপকিয়ে ৫৩ উইকেটে এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি। 

নাহিদার সঙ্গে বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই স্পিনার রুমানা আহমেদ ও সুলতানা খাতুনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৩ উইকেট নেওয়া সুলতানা ৬ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন। তাঁর সঙ্গে একই জায়গায় আছেন অজি পেসার এলিস পেরিও। সুলতানার মতো তিনিও ৬ ধাপ এগিয়েছেন। 

অন্যদিকে এই সিরিজে না থেকেও এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের আফি ফ্লেচারের সঙ্গে যৌথভাবে ৩৫ নম্বরে রুমানা। তবে চার ধাপ পিছিয়ে ৫৯ নম্বরে নেমে গেছেন ফাহিমা খাতুন। ৭৪৬ রেটিং পয়েন্টে সবার শীর্ষে আছেন সোফি এক্লেস্টোন। তাঁর পরেই আছেন বাংলাদেশের বিপক্ষে ২ উইকেট নেওয়া মেগান সুট। ১ ধাপ এগিয়ে ২ নম্বরে আছেন তিনি। আর বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন অ্যাশলি গার্ডনার। বর্তমানে ৫ নম্বরে আছেন এই পেসার।

বাংলাদেশকে কেরালা-চেন্নাইয়ে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের