এখনো ২০০ রানের কোনো ইনিংস নেই, ১৫০ রানের মধ্যে ঘুরপাক খাচ্ছে বেশির ভাগ স্কোর। এমন ফ্র্যাঞ্চাইজি লিগ আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরলই বটে। বিপিএল এখন মাঝপথে। রোমাঞ্চ-রানের ফুলঝুরি দেখা না গেলেও শেষ চারের হিসাবনিকাশ ঠিকই শুরু হয়ে গেছে।
বিপিএলে রাউন্ড রবিন লিগে প্রতিটি দল খেলবে ১২টি করে ম্যাচ। অন্তত ৬টি ম্যাচ সব দলই খেলে ফেলেছে। শেষ চারের লড়াইটা জমে উঠেছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল—এই পাঁচ দলের মধ্যে।
এরই মধ্যে ৭টি করে ম্যাচ খেলে ৫ জয় ও ২টি ম্যাচ হেরে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর, রানরেটে পিছিয়ে থেকে দুইয়ে চট্টগ্রাম। ৬টি করে ম্যাচ খেলে ৪ জয় ও ২ হারে টেবিলের ৩ নম্বরে কুমিল্লা আর চারে খুলনা। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে বরিশাল। পাঁচ ফ্র্যাঞ্চাইজিরই সুযোগ আছে শেষ চার নিশ্চিত করার।
শেষ চারের আশা অনেকটাই শেষ ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্স ও ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা দুর্দান্ত ঢাকার। আজ খুলনার বিপক্ষে খেলবে সিলেট, ঢাকা খেলবে কুমিল্লার বিপক্ষে। আজ হারলে তাদের পরের ম্যাচগুলো হবে নিয়ম রক্ষার। সামনের সব ম্যাচ জিতলে ১২ পয়েন্টের বেশি হবে না ঢাকা ও সিলেটের। নেট রানরেটেও পিছিয়ে তারা। অন্যদিকে ওপরের চারটি দল ম্যাচও খেলেছে তাদের চেয়ে কম, পয়েন্ট ও রানরেটেও বেশ এগিয়ে।