হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে স্পিনারদের রাজত্ব দেখছেন রশিদও

বিশ্বকাপে স্পিনারদের রাজত্ব দেখছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। আরব আমিরাতের উইকেটের চরিত্রের কারণেই স্পিনাররা বেশি ভালো করবে বলে বিশ্বাস রশিদের। অন্য সহযোগী দেশ ওমানে অবশ্য ইতিমধ্যে স্পিন ভেলকি দেখা গেছে। বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচে দুই দলের স্পিনাররা নিয়েছেন ৮ উইকেট। এখন আমিরাতেও স্পিন-জাদু দেখানোর কথা বলছেন রশিদ।

বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ। নিজের দ্বিতীয় বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাতে প্রস্তুত হচ্ছেন এই আফগান ঘূর্ণি জাদুকর। মরুর বুকে নিজের জাদু দেখাতে উন্মুখ হয়ে থাকা রশিদ বলেন, ‘এখানকার কন্ডিশন সব সময় স্পিনারদের জন্য সহায়ক। স্পিনাররা এখানে ভালো করবে। উইকেট কীভাবে প্রস্তুত করা হবে, সেটা বিষয় না। এটা সব সময় স্পিনারদের সহায়ক হয়ে থাকে। বিশ্বকাপেও স্পিনাররা বড় অবদান রাখবে।’

প্রায় প্রতিটি দলই স্পিনারদের গুরুত্ব দিয়ে দল সাজিয়েছে। আইপিএলের দলগুলোও স্পিনকে শক্তি হিসেবে কাজে লাগিয়েছে। স্পিনারদের এই বিশ্বকাপেও দেখার প্রত্যাশা রশিদের, ‘আইপিএলেও আমরা তা দেখেছি। স্পিনাররা এখানে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছে। আশা করছি বিশ্বকাপেও তেমনটা ঘটবে। সেরা স্পিনাররা তাদের দলকে ম্যাচ ফিরিয়ে আনবে এবং জিতিয়ে দেবে।’

দল সানরাইজার্স হায়দরাবাদ ভালো না করলেও আইপিএলে উইকেট শিকারে ঠিকই দাপট দেখিয়েছেন রশিদ। দলের হয়ে ১৮ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে যৌথভাবে শীর্ষে ছিলেন এই আফগান ক্রিকেটার। এ তালিকায় বাকি দুজন হলেন বরুণ চক্রবর্তী ও যুজবেন্দ্র চাহাল। 

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২০ আইপিএলেও উইকেট শিকারে সেরা দশে ছিলেন রশিদ ও চাহাল। সেবারের প্রতিযোগিতা ও এবারের দ্বিতীয় পর্বে তিনটি ভেন্যুর প্রতিটিতেই দাপট ছিল স্পিনারদের। দুবাইয়ে মোট উইকেটের ৩০ শতাংশ নিয়েছেন স্পিনাররা। শারজাহতে সেটি ছিল ৩০.১ শতাংশ এবং আবুধাবিতে ৩২.১ শতাংশ। এমন পরিসংখ্যানে বিশ্বকাপের আগে অনুপ্রাণিত হতেই পারেন স্পিনাররা। 

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি