হোম > খেলা > ক্রিকেট

২ ছক্কায় আফ্রিদিকে মনে করালেন নাসিম শাহ

ফরাসি ভাষায় ‘দেজা ভ্যু’ কথার অর্থ ‘আগেই দেখা বা পূর্বপরিচিত’। খুব কম মানুষ পাওয়া যাবে, যাদের জীবনে এমন ঘটনা ঘটেনি। হঠাৎ কোনো ঘটনা বা দৃশ্যকে পূর্বে দেখা বা পরিচিত লাগতে পারে যেকোনো সময়। কালেভদ্রে হলেও ক্রীড়াজগতেও এমন আশ্চর্য ঘটনা ঘটে। তেমন এক ঘটনাই ঘটল গতকাল বুধবার রাতে, এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানের জয় পাওয়া ম্যাচে।

অতীতের দিকে ফেরা যাক। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। ভরসা বলতে শহীদ আফ্রিদি। অসাধ্য সাধনটাই করেন তিনি। শেষ ওভার করতে এসে প্রথম বলে রবিচন্দ্রন অশ্বিন ফেরান সাঈদ আজমলকে। তাতে জয়ের পাল্লা ঝুঁকে পড়ে ভারতের দিকে। তবে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেন আফ্রিদি। তৃতীয় ও চতুর্থ বলে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানকে জয় এনে দেন তিনি।

সেই ম্যাচে ম্যাচ-সেরা হয়েছিলেন মোহাম্মদ হাফিজ। এবার আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের শেষ ওভারের জয়ে দেজা ভ্যুর কথাটা মনে করিয়ে দিলেন তিনি। টুইটারে পাকিস্তানি অলরাউন্ডার লেখেন, ‘ওয়াও নাসিম শাহ। কী পারফরম্যান্স.. ২ ছক্কা আমাকে মনে করিয়ে দিল শহীদ আফ্রিদির ২০১৪ সালের সেই ম্যাচ। দেজা ভ্যু।’

এবারও সেই এশিয়া কাপ। তবে প্রতিপক্ষ আফগানিস্তান এবং ভেন্যু শারজাহ। ফাইনালে ওঠার জন্য শেষ ৬ বলে পাকিস্তানের দরকার ছিল ১১ রান। আর আফগানিস্তানের দরকার ছিল ১ উইকেট। ফজলহক ফারুকীর প্রথম দুই ফুলটসে দুই ছক্কা হাঁকিয়ে আফগানদের জয় ছিনিয়ে নেন নাসিম শাহ।

২০১৮ সালের এশিয়া কাপ, ২০১৯ সালের বিশ্বকাপ, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গতকাল বুধবার এশিয়া কাপে আরেকবার আফগানদের মুখ থেকে জয় চুরি করে নিল পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক