হোম > খেলা > ক্রিকেট

খেলা দেখাতে চ্যানেল খুলবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হোম সিরিজের খেলা দেখতে সমস্যায় পড়তে হয় না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। টেস্ট মর্যাদা পাওয়ার পর সব সিরিজই কোনো না কোনো টিভি চ্যানেল সম্প্রচার করেছে। গত তিন বছরে সমস্যাটা তৈরি হচ্ছে শুধু অ্যাওয়ে সিরিজে। এবারও যেমন ইংল্যান্ড চলমান বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজ সম্প্রচার করছে না বাংলাদেশের কোনো চ্যানেল।

যাদের কাছে আয়োজক বোর্ড সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে, তাদের থেকে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব কিনতে পারেনি। যার কারণে বাংলাদেশ থেকে সমর্থকদের খুঁজতে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। বারবার যখন এমনটি ঘটছে, তখন একটু নড়েচড়ে বসার ইঙ্গিত দিয়ে রাখল বিসিবি। নিজেরাই চ্যানেল চালু করার কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ চেমসফোর্ডে পাপন সাংবাদিকদের বলেন, ‘একবার-দুবার হয়েছে, তৃতীয়বার আমরা তো আর অপেক্ষা করতে পারব না। আমরা যে চাই তা না। ওরা যদি না দেখায়। কোনো উপায় না থাকলে আমরা-বিসিবি চালু করব চ্যানেল। চ্যানেলে সবগুলো খেলা দেখাবে, আমাদের যত খেলা আছে। ঘরোয়া লিগ–সব।’

পাপন বলেন, ‘সম্প্রচারের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের ওপর। আমরাও চাই বাংলাদেশের সমর্থকেরা খেলা দেখুক। তারাই এটার চূড়ান্ত করে। আমাদের তেমন কিছু করার থাকে না। বাংলাদেশের কোনো চ্যানেলকে তো কিনতে হবে। যদি না কেনে, ওরা যদি ফ্রি না দেখাতে দেয়, তাহলে তো কিছু করার থাকে না।’

এর আগেও এমন ঘটনার কারণে, উত্তরণের উপায় বের করতে বোর্ড কর্তারা আলোচনায়ও বসেছিলেন বলে জানান পাপন। তিনি বলেন, ‘আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের হাতে দুটা অপশন আছে। আমাদের ইউটিউবে খেলা দেখানো। আর না হয় টিভি চ্যানেল খোলা।’ এরপরই বোর্ড সভাপতি বলেন, ‘আমরা যদি এখন আবেদন করি, সবাই বলবে আমরা খেলা দেখাব।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ