হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়া-দ. আফ্রিকার সেমিফাইনাল কি ঠিকঠাক হবে

নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে গতকাল ১২ বছরের অপেক্ষা ফুরিয়েছে ভারতের। নিজেরা ফাইনালের টিকিট পেলেও তাদের প্রতিপক্ষ হিসেবে কোন দল আহমেদাবাদে থাকবে, তা আজ জানা যাবে।

তবে ভারত কি আজ সত্যি জানতে পারবে? বিশ্বকাপের সূচি অনুযায়ী আজকেই ফাইনালিস্টের নাম জানার কথা, কিন্তু মনে এই সন্দেহর কারণ বৃষ্টি। কেননা, ইডেন গার্ডেনসে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্টদের দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাকে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও বেরসিক বৃষ্টির সঙ্গে লড়তে হবে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশও মুখ ভার করে আছে। এখনো বৃষ্টি শুরু না হলেও ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ম্যাচ চলাকালীন ২৫ ভাগ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬৯ ভাগ।

এতে করে দ্বিতীয় সেমিফাইনাল আজ শেষ না হলেও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার চিন্তার কোনো কারণ নেই। সেমির জন্য রিজার্ভ ডে রয়েছে। তবে আগামীকালও দুই দলের চিন্তার কারণ থাকবে বৃষ্টি। কেননা, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। রিজার্ভ ডেতে বৃষ্টির সম্ভাবনা আজকের থেকে দ্বিগুণ, অর্থাৎ ৫০ ভাগ।

শেষ পর্যন্ত রিজার্ভ ডেতেও যদি ম্যাচের ফল না হয়, তাহলে পয়েন্টের হিসেবে ফাইনাল দল চূড়ান্ত করতে হবে। এ ক্ষেত্রে এবার বৃষ্টিভাগ্য দক্ষিণ আফ্রিকার পক্ষেই থাকবে। অস্ট্রেলিয়ার সমান ১৪ পয়েন্ট পেলেও রানরেটে এগিয়ে থাকায় লিগ পর্বের পয়েন্ট তালিকায় দুইয়ে ছিল প্রোটিয়ারা। সেদিক থেকে আহমেদাবাদের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাবে তারা। সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার ইতিহাস গড়বে প্রোটিয়ারা। অথচ, ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে বৃষ্টির কবলে পড়েই টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছিল তারা।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি