হোম > খেলা > ক্রিকেট

বাদ সৌম্য, অধিনায়ক শান্ত, বিশ্রামে তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের শেষ সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েও প্রমাণে ব্যর্থ হয়েছেন তিনি। তাতে তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন সৌম্য। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। 

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন ও তামিম ইকবাল এই দুজনকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত ছিল আগেই। তৃতীয় ওয়ানডের দলে নেই বাংলাদেশের এই দুই ওপেনার। লিটনের অনুপস্থিতিতে শেষ ওয়ানডেতে শান্তর অধিনায়ক হওয়ার কথা আজ এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্তর পাশাপাশি ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তাতে নুরুল হাসান সোহান, সৈয়দ খালেদ আহমেদ-এই দুই ক্রিকেটারও জায়গা হারিয়েছেন তৃতীয় ওয়ানডের দল থেকে। 

বৃষ্টির বাধায় বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যায়। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৮৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলবে এই দুই দল। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের দল:  
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, জাকির হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি