হোম > খেলা > ক্রিকেট

ম্যাথুসের মাইলফলকের দিনে ক্রাইস্টচার্চে বড় রানের সংগ্রহের পথে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ক্রিকেটারের কীর্তি ছুঁয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তৃতীয় ক্রিকেটার হিসেবে লঙ্কানদের হয়ে টেস্টে ৭০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তাঁর কীর্তির দিন দুর্দান্ত খেলছে শ্রীলঙ্কাও। প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩০৫ রান করেছে তারা।

মাইলফলক স্পর্শ করতে ৪৭ রান প্রয়োজন ছিল ম্যাথুসের। ঠিক ৪৭ রান করেই আউট হয়েছেন তিনি। ১০১ টেস্টে ৭০০০ রান নিয়ে লঙ্কানদের সর্বোচ্চ রানের তালিকায় তিনে এই অলরাউন্ডার। ১৪৯ টেস্টে ১১৮১৪ রানে দুইয়ে আছেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। আর ১২৪০০ রান নিয়ে সবার শীর্ষে আছেন আরেক সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এই রান করতে ১৩৪ ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ক্রাইস্টচার্চে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না শ্রীলঙ্কার। দলীয় ১৪ রানে ড্রেসিংরুমে ফেরেন ওপেনার ওশাডা ফার্নান্দো। উদ্বোধনী সঙ্গীকে হারালেও ক্রিজে নতুন আসা সঙ্গীকে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন দিমুথ করুণারত্নে। কুশল মেন্ডিসকে নিয়ে তৃতীয় উইকেটে ১১৪ রানে জুটি গড়েন অধিনায়ক।

দলীয় ১৫১ রানে কুশল ও করুণারত্নে দুজনে ফিরে গেলে চাপে পড়ে শ্রীলঙ্কা। অধিনায়কের ৫০ রানের বিপরীতে ৮৭ রানে আউট হন কুশল। তাঁদের আউটের পর ৮২ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার ম্যাথুস ও দিনেশ চান্ডিমাল। ভালো শুরু করার পরও ৩৯ রানে চান্ডিমাল আউট হওয়ার পর ৭০০০ রানের কীর্তি গড়েই ড্রেসিংরুমে ফেরেন ম্যাথুসও।

আর শেষ দিকে নিরোশান ডিকভেলাকে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা করে নিউজিল্যান্ড। ৩ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার টিম সাউদি। ২ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি।

সিরিজে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে শ্রীলঙ্কা। এমন কঠিন সমীকরণ পেরিয়ে গেলেও লাভ হবে না যদি আজ শুরু হয় আহমেদাবাদ টেস্টে ভারত জয় পায়। লঙ্কানরা ফাইনালে খেলার সুযোগ পাবে নিজেদের কাজটা ঠিকমতো করার সঙ্গে ভারত হারলে অথবা ড্র করলে। ইন্দোর টেস্ট জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার