হোম > খেলা > ক্রিকেট

‘চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলে কুমিল্লা’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিজস্ব সম্পত্তি। বিপিএলের ৯ মৌসুমের চারটি শিরোপাই জিতেছে কুমিল্লা। কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামেন।

এবারের বিপিএলে কুমিল্লার শিরোপা জয় রূপকথার গল্পের মতো। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ভিক্টোরিয়ান্সরা। এরপর টানা ১১ ম্যাচ জিতে নবম বিপিএলের শিরোপা ঘরে তোলেন ইমরুল কায়েসরা। যেখানে গতকাল ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারালেও জয়টা সহজে পায়নি কুমিল্লা। শেষ চার ওভারে দরকার ছিল ৫২ রান। ১৭ তম ওভারে রুবেলের ওভার থেকে কুমিল্লা ২৩ রান তুলে নেয়, যার মধ্যে ২ ছক্কা ও ১ চারে একাই ১৬ রান নেন জনসন চার্লস। শেষ পর্যন্ত চার্লসের ব্যাট থেকেই আসে ম্যাচ উইনিং রান। ৫২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনাল সেরা হন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। এছাড়াও গ্রুপ পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন চার্লস। উইন্ডিজ এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়েই বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ২১১ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে কুমিল্লা। 

ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই কুমিল্লা মাঠে নামে বলে জানিয়েছেন সালাউদ্দিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা কোচ বলেন, ‘আমাদের লক্ষ্য থাকে অন্যরকম। মাঠে যখন আমরা নামি, তখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামি। আমাদের লক্ষ্য থাকে আমরা ফাইনাল খেলব। বাকিটা আল্লাহর ইচ্ছা।’ 

বিপিএলের ফাইনালে কুমিল্লা সবসময়ই অপরাজেয়। চার ফাইনাল খেলে চারবারই জিতেছে তারা। টানা দুইবার জিতে এখনও বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ানসরা। চারবারই শিরোপা জয়ী কুমিল্লা দলের কোচ ছিলেন সালাউদ্দিন।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা