হোম > খেলা > ক্রিকেট

কলম্বোয় দিনজুড়ে বাংলাদেশের সেই কাঁপাকাঁপি

ক্রীড়া ডেস্ক    

কলম্বো টেস্টের প্রথম দিন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ছবি: এএফপি

গল টেস্টে দাপট দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। কলম্বো টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভাবতে হয়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। লক্ষ্যটা নিশ্চয় প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে নিরাপদ অবস্থান তৈরি করা। তবে সে আশায় গুঁড়েবালি। শ্রীলঙ্কার বোলারদের সম্মিলিত আক্রমণে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনটায় শুধু হাঁসফাঁসই করল বাংলাদেশ। দিন শেষে ৮ উইকেটে ২২০ রান তুলেছে তারা।

বাংলাদেশের ছয় ব্যাটারই দারুণ শুরু পেয়েছেন, তবে থিতু হয়েও সেই ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন তাঁরা। তাইজুল ইসলাম ৯ ও ইবাদত হোসেন ৫ রানে অপরাজিত আছেন। সফরকারীদের ইনিংসে নেই কোনো ফিফটিও। অথচ আগের টেস্টেই গলে সেঞ্চুরি ছিল ৩ টি, ফিফটিও ছিল একাধিক।

এক ম্যাচ ভালো করলে বাংলাদেশের ক্রিকেটাররা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন খুব কম সময়ই। গলে দারুণ খেলার পর আজ কলম্বোয় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটাররা উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নামেন। এনামুল হক বিজয় ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি। প্রথম টেস্টেও ব্যর্থ ছিলেন এই ওপেনার। তাঁর ব্যাটিং ও আউট হওয়ার ধরনই আজ ‘টক অব দ্য টাউন’। মুমিনুল হক (৩৯ বলে ২১ রান) থিতু হয়ে উইকেট উপহার দিয়েছেন। মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ দ্রুত হারিয়েছে শান্ত, সাদমান ইসলামেরও উইকেট।

৭৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ৯৩ বলে ৪৬ রানে ফেরেন ওপেনার সাদমান। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন প্রতিরোধের চেষ্টা করেন। ৩৪ রানে লিটন আউটে হলে ভাঙে ৬৭ রানের জুটি। লিটন ফেরার কয়েক ওভার পরেই আউট হন মুশফিকুর রহিম। ৭৫ বলে ৩৫ রান আসে তাঁর ব্যাট থেকে। মাঝে লম্বা সময় বৃষ্টি হয়েছিল। আসিতা, বিশ্ব ফার্নান্দো ও সৌনাল দিনুশা ২টি করে উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার বোলারদের মধ্যে।

তারপর মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু আসিতা ফার্নান্দোর বলে ৫১ বলে ২৫ রানে নাঈম আউট হলে ৩৭ রানে থেমে যায় এ জুটি। সাবলীল ব্যাটিংয়ে দ্রুত রান তুলছিলেন মিরাজ। তবে দ্বিতীয় টেস্টে ফেরে ৪২ বলে ৩১ ইনিংসে ফিরেছেন তিনি। থিতু হয়েই আউট হয়েছেন ব্যাটাররা।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি